![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম,বাংলাদেশী,স্বপ্নচারী।কুরআন-হাদিসের পর গণিত,ফিজিক্স,কম্পিউটার প্রোগ্রামিং আর ব্লগিং ভালো লাগে।আশা করি পৃথিবীর সকল মানুষ অচিরেই ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। :s
ইদানিং লক্ষ করছি যে কেউ জানুক আর না জানুক ইসলামকে নিয়ে লিখে ফেলছে আলোচনা, সমালোচনা যা খুশি তাই।তাদের অনেকেই আছেন যারা কুরআন শুদ্ধ ভাবে পড়তেই পারেন না,অর্থ দূরে থাক।অনেকে হয়ত নবম শ্রেনীর 'ইসলাম শিক্ষা ' বইয়ের দ্বারা ইসলাম শিক্ষার ইতি টেনেছেন।তাদের লেখা পড়লে মনেই হবে যে কত বিজ্ঞদের লেখা পড়ছি যেন।তারা যখন লেখেন তখন নিজের ভেতর "আমি সবার থেকে বেশি জানি " এই ধারনা রাখেন তা বলবার অপেক্ষা রাখে না।কারন একমাত্র যার পরিপূর্ন জ্ঞান নাই সেই এমন ধারনা রাখতে পারে,এটা মূর্খদের স্বভাব।আর যারা সত্যিকারের জ্ঞানী তারা নিজের ভেতর "মনে হয় আমি এই বিষয়টা জানি না দেখি কুর-আন হাদিসে কি বলা আছে..." এমন করে ভাবেন।তো ভাই আমি নবম শ্রেনীর 'ইসলাম শিক্ষা ' বইয়ের দ্বারা ইসলাম শিক্ষা শেষ করেছি তাই বলে ইসলাম নিয়ে কথা বলতে পারব না ? লিখতে পারব না ?
-অবশ্যই পারবেন।সবার আগে আরবি শিখুন।কুরআন পড়া শিখুন।তরজমা সহকারে পড়ুন।একটা তাফসির কিনে পড়ুন।হাদিসের একটা বই কিনুন-পড়ুন বুঝুন।বিভিন্ন আলেমদের লেখা পড়ুন।জানুন যতটা পারা যায়।এটা শুধু লেখালেখির ভিত্তি স্থাপন করার জন্যই নয় এটা আল্লাহ তায়ালার হুকুম। জিবন পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান যেমন:-নামাজ,রোজা,হজ্জ্ব,যাকাত,পর্দা, বিবাহ,জমি জমা সংক্রান্ত,বিচার ব্যাবস্থা, ইত্যাদি সমন্ধে নূন্যতম জ্ঞান রাখা ফরজ।
তারপর উদ্দেশ্য ঠিক করুন :- আপনি যে ইসলাম সম্পর্কে লিখতে চান বলতে চান এর উদ্দেশ্য কি ? এখনকার দিনের লেখকদের অনেককেই দেখলে তাদের লেখালেখির উদ্দেশ্যই বোঝা যায় না।ইসলাম নিয়ে লেখালেখির উদ্দেশ্য একমাত্র এটাই হওয়া উচিত যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন "বাল্লিগু আন্নি অলাও আয়াহ" অর্থ:-তোমরা আমার থেকে একটি মাত্র আয়াত হলেও পৌছে দাও "।আবার অনেকেই আছেন যাদের রগ অল্পতেই চটে যায়,অল্প কিছুতেই খেই হারিয়ে ফেলেন। তারা জানেন যে প্রতিপক্ষ যা বলছে তা চরম অসত্য এবং বানোয়াট কিন্তু নিজের অজ্ঞতা বশত, তারা গালি গালাজ ছাড়া প্রমান সহ প্রজ্ঞার দ্বারা তাদের মোকাবেলা করতে পারেন না।এই যে অজ্ঞতা এই যে না জানা এর দ্বারা আপনি নিজেও ঐ মূর্খদের দলে একসময় চলে গেলেও যেতে পারেন।যদি আপনার ভিত্তি না থাকে,তাহলে তাদের কথার দ্বারা আপনি একটা সময় প্রভাবিত হবেনই।যেমন প্রতিপক্ষ যখন আপনাকে বলবে ইসলাম সন্ত্রাসী দল কারন কুরআনে বলা হয়েছে তোমরা মুশরিকদের যেখানেই পাও সেখানেই মেরে ফেল।তারা আপনাকে রেফারেন্সও দেবে। আপনিও দেখবেন আসলেই তো লেখা আছে।তার মানে আমি সন্ত্রাসী দলের একজন। ছি ছি এটা কিভাবে সম্ভব। আপনি হতাশ হবেন। ইসলামের প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা কমে যাবে,তখন মার্কস, লেলিন ইত্যাদি দার্শনিকের মতাদর্শ ভালো লাগা শুরু করবে।একসময় আপনার ঈমানও চলে যেতে পারে।অথচ ঐ আয়াতের সঠিক অর্থ তার আগের আয়াতে তার পরের আয়াতে কি বলা আছে, আয়াতটি কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার কিছুই আপনার জানা ছিল না।জানলে আপনি আজ ঈমান হারা হতেন না।ঐ যে বললাম ভিত্তি, ঐ ভিত্তিটা মজবুত হলে আজ আপনি অন্ধদের মত তাদের কথা, খোঁড়া যুক্তি,অসম্পূর্ণ প্রমাণ দ্বারা মূর্খের মতন প্রভাবিত হতেন না।
তাই ভাই সকল,আরবি শিখুন, কুরআন হাদিস পড়ুন, ইসলাম সমন্ধে অনেক অনেক জানুন। মনে মনে চিন্তা করুন গবেষণা করুন।কারন একমাত্র জ্ঞানই পারে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাতে।জ্ঞানই শক্তি,জ্ঞানই মুক্তি।আল্লাহ সকলকে ইসলাম সমন্ধে জানার তাওফিক দান করুন।
Sanoarul
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬
সানোয়ারুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৯
আমি সোহান !! বলেছেন: নাস্তিকরা যে বিষয়গুলোকে ইস্যু করে লেখে সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানবার আগ্রহ আছে সময় করে একটা লিখবেন আশা করি। ধন্যবাদ আপনাকে
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১
সানোয়ারুল ইসলাম বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। নাস্তিকরা যে সকল বিষয় নিয়ে মিথ্যাচার করে সে সমন্ধে লেখার ইচ্ছা আছে।তবে এটা জেনে রাখুন তাদের মিথ্যাচারের শক্তির দিকটা হল আম আদমির ইসলাম সমন্ধে পরিপূর্ন জ্ঞান না থাকা।তাই ইসলাম চর্চা, অধ্যায়ন, গবেষণার বিকল্প নেই।
৩| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬
মাসূদ রানা বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই @সানোয়ারুল ইসলাম কেমন আছেন ?
অত্যন্ত প্রাসংগিক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন ........ পোস্ট প্রিয়তে রাখলাম
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩
সানোয়ারুল ইসলাম বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আপনি কেমন আছেন ভাই ?
প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ।
৪| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
আমি সোহান !! বলেছেন: প্রোগ্রামিং করেন দেখলাম। আমি নিজেও competitive প্রোগ্রামিং এর
সাথে জড়িত আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো । ধন্যবাদ
৫| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০১
সানোয়ারুল ইসলাম বলেছেন: আপনার সাথে দেখা হওয়ায় আমারও ভাল লাগলো। আমি সেই প্রোগ্রামার না, শিখছি কেবল।লক্ষ করছি আগ্রহীরা বিনা মুল্যে প্রোগ্রামিং শেখার বাংলা বই,টিউটোরিয়াল, সফটওয়্যার ইত্যাদি পাচ্ছে না।সবাই পেট নিয়ে চিন্তিত। টাকা ছাড়া কিচ্ছু ভাবে না কেউ।নিজেকে মিস্টার লিনাক্সের মতন মহৎ করার ইচ্ছা আছে।দোয়া কইরেন ভাই।
৬| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৮
মাসূদ রানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০১
সানোয়ারুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিস্তারিত ভাবে সামুর নিয়ম কানুন শেখানোর জন্য।আল্লাহ আপনাকে উত্তম জাঝা দান করুন।আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে আরো আরো জানার এবং অন্যকে জানানোর সুযোগ দিক।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৩
অন্ধবিন্দু বলেছেন:
সানোয়ারুল,
আগেতো জানুন বইলে কাম সারছেন। জানতে হইলে তো পড়তে হয়, ভাবতে হয়। এইসব করতে সময়-শ্রম লাগে। বিশেষ অজ্ঞদের কি আর সে সময় আছে। তারা তো বিশেষজ্ঞ !
আস সালামু আলাইকুম।
(আমিন)