![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারিখ: ০৬-০১-২০১০
গোয়ালন্দ (রাজবাড়ী): গত সোমবার বিকেল চারটার দিকে গোয়ালন্দের চর ফকিরাবাদ গ্রামের পরশ আলী শেখের (৩০) সঙ্গে স্ত্রীর ঝগড়া বাধে। একপর্যায়ে পরশ আলী স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় পরশের বাবা নায়েব আলী শেখ (৮৫) ঘটনাস্থলে ছুটে এলে পরশ বঁটির সঙ্গে থাকা কাঠের অংশ দিয়ে নায়েব আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর জখম নায়েব আলীকে হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই পরশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নায়েব আলীর বড় ছেলে বাবলু শেখ বাদী হয়ে গতকাল মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ধারণা, পরশ মানসিকভাবে অসুস্থ।
©somewhere in net ltd.