![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ঐশী জড়িত নয় বলে মনে করছেন নিহতের পরিবারের স্বজনেরা।
এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বাদী নিহত এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান দাবি করেছেন, কোনো চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঐশীর ওপর দোষ চাপাচ্ছে। এ জোড়া খুনের জন্য ঐশী কোনোভাবেই দায়ী নয়।
রোববার বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। নিহত মাহফুজুর রহমানের দুই বোন পলি ও ডলিও একই ধরনের মন্তব্য করেন।
জানা গেছে, পুলিশ পরিদর্শক দম্পতির গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামে এখনো চলছে শোকাবহ পরিবেশ। বড় ছেলে ও পুত্রবধূকে হারিয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধ মা মুকছেদা খাতুন। হাউমাউ করে কাঁদছেন তিনি।
রোববার সকালে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে নিহত এ দম্পতির দাফন সম্পন্ন হয়। এর আগে গত শনিবার রাতে ঢাকা থেকে লাশ হালুয়াঘাটে নিজের গ্রামের বাড়িতে আনা হয়।
চাঞ্চল্যকর এ মামলার বাদী নিহত এসবি ইন্সপেক্টরের ছোট ভাই মশিউর রহমান বলেন, সারা দেশের মতো হালুয়াঘাটের মানুষও এ ঘটনায় শোকে মুহ্যমান। আমরা বিশ্বাস করি না, নিজের ওরসজাত সন্তান ঐশী এমন ঘটনা ঘটিয়েছে।
আমরা মনে করি, কোনো চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঐশীর ওপর দোষ চাপাতে চাচ্ছে।
নিহত এসবি ইন্সপেক্টরের ছোট বোন মাহ্ফুজা ইয়াসমীন ডলি বলেন, আমার ভাই-ভাবীকে এমন পৈশাচিক কায়দায় হত্যাকাণ্ডের পেছনে সুগভীর ষড়যন্ত্র থাকতে পারে। ঐশী এমন কাজ করেনি।
প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই তাকে সামনে আনা হচ্ছে। আমরা প্রকৃত খুনিদের গ্রেফতার চাই।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার চামেলীবাগে ভাড়া বাসা থেকে মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে পল্টন থানায় মেয়ে ঐশী পুলিশের কাছে ধরা দেয়। ঐশীসহ আটক ৩ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্য দু’জন হচ্ছে ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি ওরফে জনি ও বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমি।
©somewhere in net ltd.