নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেভ দ্যা পেরেন্টস

আমি অনেক কথাই বলতে চাই তার মধ্যে অন্যতম হলো সেভ দ্যা পেরেন্টস। সেভ দ্যা চিলড্রেন এর মতো সেভ দ্যা পেরেন্টস এরও যে প্রয়োজনীয়তা আছে আমি তা 'ই আমার ব্লগের মাধ্যমে বুঝাতে চাই।

নজরুল ইসলাম বিডি

নজরুল ইসলাম বিডি › বিস্তারিত পোস্টঃ

ঐশীর কথিত দুই বয়ফ্রেন্ডকে খুঁজছে পুলিশ

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

এবার ঐশীর দুই বন্ধুকে (বয়ফ্রেন্ড) খুঁজছে গোয়েন্দা পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত ঐশীর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজনকে আটকও করা হয়েছে। তবে যাদের খোঁজা হচ্ছে তদন্তের প্রয়োজনে নাম প্রকাশ করবে না পুলিশ।



রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।



সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত অনেকদূর এগিয়েছে। তদন্তের ভিত্তিতে এই ঘটনায় আটকদের মধ্য থেকে তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।



সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডে ঐশীর ঘনিষ্ঠ বন্ধুরা জড়িত। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে খুঁজছে পুলিশ।



তবে গত বুধবার রাত ২টায় হত্যাকাণ্ডের ঘটনায় কয়জন অংশ নিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মনিরুল ইসলাম।



মনিরুল বলেন, ঐশী রহমানকে গতরাত(শনিবার) থেকে আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। পিতা-মাতার ওপর অনেক ক্ষোভ ছিল তার। চলাফেরায় বাধা দেওয়ার কারণে এই ক্ষোভ থেকে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঐশীর মা গত একমাস থেকে বিধি নিষেধ করে আসছিলেন বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।



সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই পাশে ধারালো ছুরি গোপনে সংগ্রহ করে রেখেছিল ঐশী।



কেন আত্মসমর্পণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, খুন হওয়ার পর নিরাপদ আশ্রয় না পাওয়া এবং ঐশীর কাছে তার মায়ের মূল্যবান স্বর্ণালঙ্কার গচ্ছিত ছিল। সে কারণে নিজেকে নিরাপদ মনে করতে পারেনি ঐশী। আর তাই সে আত্মসমপর্ণ করে।



এদিকে গোয়েন্দারা বলছেন, সে নিজেকে নিরাপদ ভাবছিল না। সে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে।



গত বুধবার রাতে ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে রাজধানীর চামেলীবাগে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।



হত্যাকাণ্ডের পর মাহফুজুর রহমানের মেয়ে ঐশী তার ছোট ভাই ঐহীকে নিয়ে বান্ধবী তৃষার বাসায় চলে গিয়েছিল।



হত্যাকাণ্ডের তিনদিন পর শনিবার দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযানে চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ।



মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের দু’সন্তান। মেয়ে ঐশী রহমান (১৬) ও ছেলে ঐহী রহমান (৭)। ঐশী ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। আর ঐহী রহমান রাজারবাগ পুলিশ লাইন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.