নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সেবাই প্রকৃত ধর্ম

আসাদবেস্ট

মানুষের উপকার করার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহীত

আসাদবেস্ট › বিস্তারিত পোস্টঃ

লকডাউন : অভিশাপ বনাম আশ্বীর্বাদ!

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১১

এই লকডাউন বিশ্ববাসীর কাছে ভয়ানক এক অভিশাপ হলেও কারো কারো কাছে এটা আশ্বীর্বাদও হতে পারে। আপনার কথাই ধরুন না, এই ঘরে বসে থাকার দিনগুলোতে যদি ইন্টারনেট না থাকতো, তবে এতদিনে আপনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম হতো! অথচ সাতটি মাস কাশ্মীরকে লকডাউন করে রাখা হয়েছিল সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে। ছিল ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। তার উপর গ্রেফতার, নির্যাতন, ধর্ষণ তো ছিলোই।

ফিলিস্তিন আরেক নির্যাতিত জনপদের নাম। ৭০ বছরের বেশি সময় ধরে নির্যাতন যাদের নিত্য সঙ্গী। নিজ ভূমে অবরুদ্ধ, পরবাসী!
সাম্প্রতিক সময়ে চীনের উইঘুরদের উপর নির্যাতনের কথা আমরা জানি। তারা অবরুদ্ধ। সকল প্রকার ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। এটা শুধু সাম্প্রতিক চিত্র না, যুগ যুগ ধরে তারা অবরুদ্ধ, এখন আমরা যাকে বলি লকডাউন।

ইয়েমেন, ইরাক, সিরিয়ার কথা চিন্তা করুন। যাদের সকাল শুরু হয় বোমার শব্দে। ইয়েমেনের মানুষগুলো আজ ক্ষুধার জ্বালায় অস্থির, গাছের লতা-পাতা খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। মিয়ানমারের রোহিঙ্গাদের কথা চিন্তা করুন। যাদের বাজার করার, মসজিদে ইবাদত করার, ব্যবসা করার, পড়াশোনার কোনো অধিকার নেই। সাথে হত্যা, নির্যাতন, নারীদের ধর্ষণ তো আছেই।

আজ সারা বিশ্ব লকডাউনে। আজ ঐ জনপদগুলোতে আপাতত নির্যাতন স্থগিত আছে। সারা বিশ্ব আজ ঐ মানুষগুলোর বোবাকান্না উপলব্দি করছে। তাই করোনা সবার কাছে বিভীষিকা হলেও তাদের কাছে আপাতত আশ্বীর্বাদ মনে হতে পারে!

করোনার প্রকোপ শেষ হলে আমরা যেন এই সত্যটা উপলব্দি করতে পারি, মানবিক এক বিশ্ব গড়তে সবাই যেন সচেষ্ট হতে পারি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: লক ডাউন অভিশাপ।

২| ০৯ ই মে, ২০২০ রাত ৮:০৮

আলোকরশ্মি22 বলেছেন: সত্যি বলেছেন

৩| ০৯ ই মে, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে কিছুই না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.