নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
স্তব্ধ খোশগল্পের দশমী পূর্ণ হলো আজ।
সে পথ আজ তালাবদ্ধ।
বুকের নিভু নিভু কয়লা আজ বিসুভিয়াসের রূপ নিয়েছে।
দশমী পূর্তির পর তোমার মনে আজ
ময়ূরের পেখমে ভর করে ;
আদিম নৃত্যে মত্য।
কিন্তু-ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে
বিসুভিয়াসের জ্বলন্ত স্ফুলিঙ্গ ;
কেউ বলতে পারে না স্ফুলিঙ্গের শেষ পরিণাম।
তোমার চোখে বিসুভিয়াস আজ -
দক্ষিণ মেরুর হীমশীতল বরফ-খন্ড।
কারণ-
আমার বিপরীত প্রতিচ্ছবিই তোমার কাছে
আমার বাস্তব প্রতিবিম্ব ছিলো।
যেদিন বিসুভিয়াসের প্রকট যন্ত্রণায় হারিয়ে যাবো অতলে-
সেদিন অঝোর ধারায় বৃষ্টি নামবে ;
আর বৃষ্টির প্রতিটি ফোটা তোমার কানে কানে বলে যাবে-
"ভুলটা তোমারই ছিলো,
ভালোবাসা প্রতিবাদী মনোভাব দমিয়ে দিয়েছিলো....
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮
পল্লব শাহরিয়ার বলেছেন: ভালোই লিখেছেন, ধন্যবাদ