![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
তুমি বলেছিলে,আড়চোখে আর না তাকাতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,নদীর ধারে একা না হাঁটতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার পিছু না করতে
আমি শুনেছিলাম।
তুমি বলেছিলে,তোমার নাম ধরে না ডাকতে
আমি সেটাও শুনেছিলাম।
কিন্তু যখন আমি বললাম,খোঁপায় বেলী ফুল দিতে
তোমার নাকি ভালো লাগেনা।
আর নীল শাড়ি পড়তে বললাম যখন
তোমার নাকি সময় হয়না।
যখন বললাম, ভালোবাসতে
তুমি বলেছিলে তুমি অন্যকারো অপেক্ষায়।
অপেক্ষা আমিও করি।
যেদিন তোমার অপেক্ষার অবসান হবে,
সেদিন আমার অপেক্ষা পাবে পরিত্রাণ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আজ আমিও একটা কবিতা লিখব।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে যান