নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
..."প্রিয়-
জ্যোৎস্না নিভে যাওয়ার পর-
সে ঘরে আর আলো জ্বলে নি।
ভেতরের সভ্যতা বয়ে বেড়ানো কাঠামোটা
আর আর ইনবক্স খুলে দেখে নি।
মাইলের পর মাইল হেঁটে বেড়িয়েছে নগ্ন হাতে,
ডেমোক্রেসির ধার ধারে নি।
তার মনের মতো জন্ম হয় নি-
ম্যাগপাই বা শহুরে কাকের মতো সে।
ঈশ্বর তার কথা শুনে নি।
যতবার তার প্রেমিকা হারাবে,ততবার সে জন্মাবে।
২৫.০৪.২০২১
২| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪
পদ্মপুকুর বলেছেন: এই কবিতাটা শুনে দেখতে পারেন
৩| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর কাব্যশৈলী
৪| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৫
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা
৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: প্রেমের মতো অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক, পরের জন্মের জন্য ফেলে রাখা কি ঠিক হবে?
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫
সাজিদ শুভ বলেছেন: সবাই বোধহয় এক জন্মে খুঁজে পায়না। এবার না হোক পরেরবার হবে এই আশায় বেঁচে থাকে অনেকেই
৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এ জন্মের স্মৃতি নিয়ে পরের জন্মে প্রেমিক হওয়া মন্দ নয়।