নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
আমার পথচলা আজ
থমকে যাওয়ার উপক্রম–
ক্লান্ত-ব্যথিত হৃদয়ে
এক অভিশপ্ত দেয়াল ক্রমশ বর্ধমান ।
অভিশপ্ত হৃদয় দেয়াল
বড়ই মজবুত;
মন আকাশ স্পর্শ করা মাত্রই
আমি হারিয়ে যাওবো –অতলে ।
সে দেয়ালের কাছে আমি
ক্ষুদ্র,অসহায়;
চোখের পানি ফেলা ছাড়া
আর কিছুই করার নেই ।
অথচ তোমার একটু আশকারা
চুরমার করে দিতে পারে,
অভিশাপ-মুক্ত
করে দিতে পারে মন দেয়ালকে।
নয়তো আমায় হারিয়ে
যেতে হবে মহাকালের
অতল গহ্বরে।
FRIDAY, APRIL 10, 2015
২| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মনিরা সুলতানা বলেছেন: হৃদয়ের কথকতা অনুরণিত হোক
ভেঙে চুরমার হোক দেয়াল।
ভালোলাগা লেখায় !