নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকে পাথর বেঁধে বাংলাদেশ শিক্ষাব্যবস্থা নামক ডেড সি তে লাফিয়ে পড়া একজন

সাজিদ শুভ

অসাধারণের মাঝে অতি সাধারণ একজন

সাজিদ শুভ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন, সংগ্রাম, আর তোমার অপেক্ষা(অনিবার্য)

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭




একটু ইফোর্ট দিলে হয়তো লস এঞ্জেলসের উঁচু কোনো স্কাইলাইনে বইসা স্টারবাকের দামী কফির কাপে চুমুক দিতে দিতে পৃথিবীটারে হাতে মাপতে পারুম। মরিশাসের সোনালী বীচে গা ভাসাইয়া বিয়ার হাতে মাতাল হইয়া সুর্যাস্তের লাল রঙে নিজেরে মিশাইয়া ফেলতে পারুম। সাহারায় বেদুইন হইয়া যাইতে যাইতে ফিইরা আসতে পারমু। নয়টা-পাঁচটার অফিসের বসের মুখের উপ্রে গালি দিয়া চাকরি ছাইড়া সারা মাস স্ট্রাগল করতে পারুম। আবার ভবঘুরে হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেও পারুম। দিনের পর দিন না খাইয়া থাইকা শরীরের হোগা মাইরা দিতে পারমু। আবার চেষ্টা কইরা ঘুইরা দাঁড়াইতেও পারুম। সব কিছু হয়তো একদিন ছিনাইয়া নিতে পারুম এই মরণব্যস্ত দুনিয়া থাইকা।

কিন্তু,
তোরে পাওয়ার আশাটা যেন এক ভয়াল শ্বাপদ,
বালির মরুভূমিতে হারানো সুঁইয়ের মতো,
যা প্রবাহিত হয় আমার শিরা-উপশিরার গভীরে,
জুড়ে বসে কপালের প্রতিটি রেখায়,
প্রতিটি নিঃশ্বাসের অনুরণনে।

নির্বাক, নিঃসঙ্গ,
শেষ রাতের সিগারেটের ধোঁয়ার মতো—
নিশ্চুপ, ধোঁয়াশাচ্ছন্ন,
তবু অনিবার্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.