নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকে পাথর বেঁধে বাংলাদেশ শিক্ষাব্যবস্থা নামক ডেড সি তে লাফিয়ে পড়া একজন

সাজিদ শুভ

অসাধারণের মাঝে অতি সাধারণ একজন

সাজিদ শুভ › বিস্তারিত পোস্টঃ

এক ভবঘুরের স্বীকারোক্তি

০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১




লিলিথ, আমি এক ভবঘুরে।

তোমার শহরের শেষ ট্রেনটা মিস করেছি। বাসস্ট্যান্ডের বেঞ্চিতে বসে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বুঝলাম, আমার আর কোথাও ফেরার নেই। ক্যাম্পাসের দিনগুলো ফুরিয়েছে, সেমিস্টার পরীক্ষার রাতজাগা, করিডোরের তর্কবিতর্ক, আড্ডার নীল ধোঁয়া—সবই পেছনে ফেলে এসেছি। অথচ তুমি এখনো আমার ভেতর বহমান, ঠিক যেন মাল্টিভার্সের অন্য কোনো মাত্রায় আটকে থাকা কোনো পুরোনো ঢেউ।

আমি প্রেমিক, অথচ আমাকে ছোঁয়া বারণ। আমার প্রেম রেলস্টেশনের বাইরে থাকা হকারের বাদামের মতো- কেনার আগেই ট্রেন ছেড়ে যায় পরিচিত প্ল্যাটফর্ম। আমি জানি লিলিথ, তুমি আমার জন্য করুণা ছুঁড়ে দিচ্ছো, যেমন ল্যাম্পোস্টের আলো রাস্তার ফকিরের গায়ে পড়ে, কিন্তু উষ্ণতা দেয় না। তুমি পৌরাণিক দেবী, গ্রীক কিংবা নর্ডিকের কোনো হারানো চরিত্র, যার হৃদয়ে প্রেম এসিডের মতো জ্বালাময়ী, অথচ রহমতের মতো মোড়ানো আলো।

আমাদের গল্প সর্বনাশের। প্রেমে আমরা পুড়িনি, বরং ধীরে ধীরে ক্ষয়ে গেছি। আমার হৃদয় মহাকাশের কৃষ্ণগহ্বর, যেখানে ঢুকে গেছে পুরোনো স্বপ্ন, ফেলে আসা রাত, করিডোরে হেঁটে যাওয়া তোমার নীল শাড়ির আচল। আমি জানি, তুমি থেকে যাবে, শহরের আলোয় মিশে যাবে, আর আমি? আমি হয়তো কোনো ভবঘুরে, মাঝরাতে ফাঁকা রাস্তায় নিজের ছায়ার সঙ্গে কথা বলবো।

তুমি কি ভাবো, আমি দূরে সরে যাবার অজুহাত খুঁজছি? না, লিলিথ। আমি শুধু বাস্তব আর কল্পনার সীমানা মুছে ফেলেছি। সময়ের এক ডাইমেনশনে আমরা প্রেমিক-প্রেমিকা ছিলাম, অন্য ডাইমেনশনে হয়তো দুজনেই নামহীন পথিক।

তুমি কি আমাকে মুক্তি দিলে? কী অদ্ভুত! হাওয়ায় একটুকরো শীতলতা টের পাচ্ছি, যেন মৃত্যুর দুয়ারের ওপাশে নতুন কোনো মহাবিশ্ব অপেক্ষা করছে। আজ আমি আসি, লিলিথ। হয়তো অন্য কোনো এক মাল্টিভার্সে আবার দেখা হবে।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৮

নকল কাক বলেছেন: +++++++++++++++++++++++++++++++

২| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর হয়েছে ।

৩| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫২

মায়াস্পর্শ বলেছেন: অনেকদিন পরে সুন্দর একটা লেখা পড়লাম। ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৪

জনারণ্যে একজন বলেছেন: আহ, কি চমৎকার এক এক লেখাই না পড়লাম! কি অসাধারণ, নির্মোহ ভঙ্গিতে স্বীকারোক্তি জ্ঞাপন...

প্রথম লাইনটাতেই চুম্বকের মতো আটকে গেছি। ঠিক যেন ছাত্রাবস্থায় সেই পুরোনো আমিকে দেখতে পেলাম অনেকদিন পর; যে কিনা শাহবাগের মোড়ে দাঁড়িয়ে গভীর আক্ষেপে তার প্রেমিকাকে বলছে এই কথা।

ভবঘুরের খোলস কবেই ঝেড়ে ফেলে দিয়েছি, এখন আদ্যোপান্ত এক বস্তুবাদী মানুষ। তবে মাঝে মাঝেই সেই পুরোনো আমি মাথা ছাড়া দিয়ে ওঠে; বেরিয়ে পড়ি, গন্তব্যহীন। শত-শত মাইল পাড়ি দিয়ে যখন ক্লান্ত, নেমে পড়ি কোনো এক ছোট্ট শহরে। সন্ধ্যাটা কেটে যায় অখ্যাত কোনো এক পাবে, তরল গরল হাতে অপরিচিত মানুষের সাথে গল্প করে।

দুঃখিত, অনেক বড়ো মন্তব্যের জন্য। আর অনেক, অনেক ধন্যবাদ অসাধারণ এই লেখাটার জন্য। অনেকদিন পর মনের আয়নায় সেই পুরোনো আমিকে দেখতে পেলাম আবারো।

@ সাজিদ, শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৫| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:১০

কোলড বলেছেন: A girl named Lilith! She is a Jewish mythological demon.

৬| ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: পড়লাম। ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.