![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক, লেখক হাসান শান্তনু চিন্তা-ভাবনা এবং মত প্রকাশের বেলায় প্রগতিশীল। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন। অথচ তাঁর লেখা প্রথম বই নিয়েও কী কাণ্ডই না করল বাংলা একাডেমি। নিচের রিপোর্টটি পড়লে বিষয়টিতে পরিষ্কার হওয়া যাবে।
‘‘অমর একুশে বইমেলার প্রথমদিন থেকে নিপীড়নের কবলে পড়েছে সাংবাদিক হাসান শান্তনুর লেখা ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটি। মাসব্যাপী এ বইমেলার প্রথম দিন থেকেই ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটির ঠাঁই হচ্ছে না বইটির প্রকাশক বিভাস প্রকাশনের স্টলে। বইটিকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ফলে পাঠকরা বিভাস প্রকাশনীর স্টলে (স্টল নম্বর-৩২৪) বইটি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বইটিতে সাবেক রাষ্ট্রপতি স্বৈরাচারী এরশাদসহ জাতীয় কয়েক রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করায় এবং কথিত অশ্লীলতার অভিযোগে বাংলা একাডেমি বইটিকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রেখেছে। বইটিকে বিভাস প্রকাশনীর স্টলে রাখার অনুমতি দেয়া হচ্ছে না। বিষয়টিকে লেখক, প্রকাশক, পাঠকরা মত প্রকাশের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড অ্যাখ্যায়িত করে এর সমালোচনা করেছেন। বইটি প্রকাশের কারণে বিভাস প্রকাশনকে এবারের মেলায় স্টলও দিতে চায়নি বাংলা একাডেমি। মেলা শুরুর তিনদিন আগে কবি নির্মলেন্দু গুণের সুপারিশে বিভাস মেলায় এক ইউনিটের একটি স্টল পায়। তবে ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইটি স্টলে না রাখার শর্তে বিভাস স্টল পায় বলে জানা যায়।
বিভাসের প্রকাশক রামশংকর দেবনাথ এ বিষয়ে বলেন, ‘বইটি আমি স্টলে রাখছি না।’ তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এ প্রসঙ্গে বলেন, ‘বাংলা একাডেমী কোনো বইকে নিষিদ্ধ করে না। তবে বাংলা একাডেমীর নীতিমালা অনুযায়ী দেশের জাতীয় কোনো নেতাকে কটাক্ষ করে লেখা বই মেলার কোনো স্টলে রাখতে দেয়া হয় না।’
লেখক হাসান শান্তনু এ প্রসঙ্গে বলেন, ‘বইটি বিভাসের স্টলে রাখতে দেয়া হচ্ছে না। এটা বইটির প্রতি অবিচার হচ্ছে। বাংলা একাডেমি বইটি না পড়েই এরকম অবিচার করছে। বইটি পড়লে একাডেমী কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির অবসান হতো।’
জানা যায়, গত আট-নয় বছর ধরে একুশে বইমেলায় নিয়মিত স্টল পেয়ে আসছে বিভাস। এবার এ প্রকাশনীকে প্রথমে স্টল দিতে না চাওয়া প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বাংলা একাডেমির নীতিমালা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্টল পায়নি বিভাস।’
উল্লেখ্য, ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ বইয়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারের সময়কার গণমাধ্যম নিষ্পেষণের চিত্র নিখুঁত ও নিরপেক্ষভাবে উঠে এসেছে। এবারের একুশে বইমেলা উপলক্ষে বইটি গত ১০ জানুয়ারি প্রকাশিত হয়।’’
সূত্র: দৈনিক আমার দেশ, ১১.০২.২০১৩।
www.amardeshonline.com/pages/details/2013/02/11/187371
www.rokomari.com/book/58953
www.rokomari.com/book/93614
©somewhere in net ltd.