![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটা রিপোর্ট ছিল 'হাসান শান্তনুর বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' শীর্ষক। রিপোর্টটি পড়লেই আমার এই ব্লগের লেখার শিরোনামের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। রিপোর্টটা ছিল এরকম- ''এবারের একুশের বইমেলায় এসেছে সাংবাদিক, লেখক, গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর নতুন বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। বইটি প্রকাশক করেছে প্লাটফর্ম প্রকাশন (মেলায় স্টল নম্বর-২০)।
জানা যায়, দেশের নামকরা নয়টি প্রকাশনী বইটি প্রকাশ করতে রাজি হয়নি। সেগুলো থেকে হাসান শান্তনুকে জানিয়ে দেয়া হয়, এরকম বই প্রকাশ করা 'বিদ্যমান পরিস্থিতিতে' তাদের পক্ষে অসম্ভব। একটা প্রকাশনী এ বইয়ের পাণ্ডলিপির জন্য হাসান শান্তনুর পেছনে প্রায় এক বছর পর্যন্ত লেগে ছিল। আরেকটি প্রকাশনী লেখককে সাফ জানিয়ে দেয়, বইটির দুটি অধ্যায় বাদ না দিলে তারা সেটি ছাপাবে না। তবে সবকিছু ছাপিয়ে আনন্দের সংবাদ হচ্ছে- মুক্তচিন্তার, মননশীল প্রকাশনা সংস্থা প্লাটফর্মের মালিক হেলাল উদ্দিন হৃদয় বইটি ছেপেছেন।
বইটিতে লেখক তুলে ধরেছেন- সাংবাদিকদের নৈতিকতার অধ:পতন, অবক্ষয় এবং পাশাপাশি সত্য প্রতিষ্ঠার ৪৩ বছরের সংগ্রাম। নতুন কেউ সাংবাদিকতায় আসতে চাইলে যেসব দিক জানা জরুরি, সেগুলোও আছে। কীভাবে সাংবাদিকরা ডাহা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেন, এর কৌশলটা কী, সেগুলোও আলোচনায় আছে। এদেশে নষ্ট সাংবাদিকতার কীভাবে জন্ম হলো, কারা এর জন্মদাতা, এখনও যেভাবে নষ্ট সাংবাদিকতা চলছে, সেগুলোও আছে বইটিতে।
সাংবাদিকতা মহৎ পেশা। মহত্বের টানে অনেক তরুণ এ পেশায় যুক্ত হন। যুক্ত হওয়ার পর অনেকে দেখেন, মহত্বের কথা যতোটা বলা হচ্ছে, কোথাও কোথাও ততোটার উপস্থিতি বা চর্চা নেই। কারণ- নিরেট দলবাজি, মালিকের নগ্ন স্বার্থের কারণে কোথাও কোথাও বাস্তবতা ভিন্নরকম থাকে। গণমাধ্যমের জগতের এই বাস্তবতা নিয়ে কোনো বই নেই, আলোচনা নেই। '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' বইয়ে এই আলোচনা আছে। লেখকের মতে, এরকম আলোচনা করার কারণ, তরুণরা জেনে-বোঝে সাংবাদিকতায় আসুক।''
হাসান শান্তনুর মতো সাহসী লেখকদের জয় হোক। আমার দেশ পত্রিকার রিপাের্টটির লিংক- amardeshonline.com/pages/details/2015/02/08/269348#.VRVGzY7RRko
২| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
হার্ড নাট বলেছেন: সত্য যে চাপা থাকেনা এটাই তার প্রমান। সত্য ঠিকই প্রকাশ পেয়েছে আর লেখক পেয়েছেন প্রকাশক।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: বাংলাদেশের স্থানীয় পর্যায়ের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সব সাংবাদিক চোর