নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত ইসলাম

শাফকাত ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মানেই কি নাস্তিক???

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

এখন অনেকেই মনে করেন যে,ব্লগার মানেই নাস্তিক।ব্লগে লেখালেখি করলে ইসলামের বিরুদ্ধেই লেখালেখি করা হয়।যারা এই ধারণা পোষণ করেন,তাদেরকে বলতেসি,ভাই আপনাদের ধারণা সম্পূর্ণরূপেই ভুল।

ব্লগ হচ্ছে স্বাধীনভাবে লেখালেখি করার একটা মাধ্যম।এখানে যারা লেখালেখি করেন,তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।কিছু কিছু লোক যদিও এখানে ধর্ম নিয়ে কিছুটা কটুক্তি করে থাকেন,তবুও বেশির ভাগ ব্লগারই সাধারণত ধর্ম নিয়ে কোনো ধরণের খারাপ মন্তব্য করেন না।

আজকে যারা ব্লগারদের শাস্তির দাবিতে লং মার্চ করতেসেন,তাদের উদ্দেশ্যে বলতেসি যে,আপনাদের ভুল ধারণা যে সকল ব্লগারই নাস্তিক।ব্লগারদের মধ্যেও অনেক সাচ্চা মুসলমান আছেন যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়েন।ড.ইমরান এইচ সরকারও তাদেরই একজন।

আপনাদের মধ্যে ব্লগারদের সম্পর্কে যে ভুল ধারণা আছে,তা দূর করার জন্য আমি বলবো যে,আপনারা বিভিন্ন ব্লগারদের ব্লগ পড়ে দেখেন।তখনই আপনারা বুঝতে পারবেন যে,এই ব্লগারদের মধ্যে কোনো ইসলামবিদ্বেষ নেই।তাদের লড়াই কেবলমাত্র যুদ্ধপরাধীদের বিরুদ্ধে,আমাদের দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে।

আশা করি,তখন আপনাদের ভুল ভেঙে যাবে।ধন্যবাদ...:)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: Apni jader uddeshe ei lekhati likhechen tara sobai jane je blogar manei nastik noy.

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....তুমি শিবিরের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

আনোয়ার,চট্টলা বলেছেন: ঠিক যেমন ইসলামী মানেই স্বাধীনতা বিরোধী!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

শাফকাত ইসলাম বলেছেন: অনেকের মধ্যেই অনেক ভুল ধারণা আছে।সেগুলাই দূর করতে হবে।তা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।:(

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

মাজহারুল হুসাইন বলেছেন: মুক্তিযুদ্ধের সময়ের কাদের মোল্লার ছবি দেখেছিলেন ? একটা লোম পর্যন্ত মুখ নাই । আমাদের সাকা সাহেবের তো বিশাল দাড়ি । তাই আমরা সবসময় দাড়ি টুপির অবমাননা দেখি । আগে বলেন ইসলাম মানেই স্বাধীনতা বিরোধী না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.