| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে আজকে যে ঘটনাটা ঘটলো,সেইটাকে কোনোভাবেই দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায় না।কালকেই ওই বিল্ডিং এ ফাটল দেখা দিসিলো তবুও ওই গার্মেন্টসের মালিক পক্ষ আজকে বেতন না দেয়ার হুমকি দিয়ে সব শ্রমিককে কাজে আসতে বাধ্য করসে।এতে তাদের কি লাভ হইলো??কয়টা টাকা তারা কামাইতে পারলো??
কালকে ফাটল দেখা দেয়ার পরও আজকে ওই বিল্ডিং এ শ্রমিকদের যে কাজে নেয়া হচ্ছে,আমার দৃঢ় বিশ্বাস যে এই খবর ওই এলাকার প্রশাসনিক লোকজনের কাছে ছিলো।তবুও আগে থেকে কোনো ব্যবস্থা নেয়া হলো না কেনো??
আমাদের দেশে তো এইরকম ঘটনা প্রথমবার ঘটতেসে না।এর আগেও বহুবার এই রকমের ঘটনা ঘটসে।তবুও কেনো আমাদের গার্মেন্টস মালিক আর সরকারের লোকজনের টনক নড়তেসে না??তারা আর কত লাশ চায়??আর কতো মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে চায়??আর কতো সন্তানকে পিতা/মাতা হারা করতে চায়??আর কতো মানুষকে ভাই-বোন হারা করতে চায়??
সরকারের মন্ত্রীরা প্রতিবারই বলেন যে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে আর এখন থেকে এই ব্যাপারে খেয়াল রাখা হবে।এরপর তারা নিজেদের কথা আর মনে রাখার প্রয়োজনবোধ করেননা।ফলে প্রতিবারই একই ধরণের ঘটনা ঘটে।
আমাদের বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে 'ডিজিটাল বাংলাদেশ' প্রতিষ্ঠা।তাদেরকে আমি বলতে চাই যে,'ডিজিটাল বাংলাদেশ' প্রতিষ্ঠার আগে 'নিরাপদ বাংলাদেশ' প্রতিষ্ঠা করেন,যেখানে মানুষ স্বাভাবিক মৃত্যু পাবে।সেটাই আমাদের জন্য,এদেশের জনগণের জন্য অধিকতর মঙ্গলজনক হবে।![]()
©somewhere in net ltd.