নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝে অতি সাধারন একজন

গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।

কাঠ পাতা

গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।

কাঠ পাতা › বিস্তারিত পোস্টঃ

এ বছর যে ৮ প্রযুক্তি-দক্ষতার চাহিদা থাকবে

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

এ বছর কোন বিষয় পড়বেন বা কোন বিষয়ে দক্ষতা অর্জন করবেন? প্রযুক্তি-বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে, বছরজুড়ে চাহিদা থাকবে এবং বেশি বেতনের চাকরি পেতে সাহায্য করবে এমন বিষয় নির্বাচন করা উচিত।



প্রযুক্তি দক্ষতার ক্ষেত্রে এ বছর কোন কোন বিষয়গুলো বেশি করে খোঁজা হবে তা নিয়ে একটি জরিপ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কম্পিউটারওয়ার্ল্ড। ২০১৪ সালে যে প্রযুক্তি-দক্ষতাগুলো ভালো চাকরি পেতে কাজে লাগতে পারে সে বিষয়গুলো প্রযুক্তি-কর্মীদের নিয়ে করা এ জরিপে উঠে এসেছে ।



জরিপে দেখা গেছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ পেতে প্রোগ্রামিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, প্রকল্প ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি প্রযুক্তি দক্ষতার চাহিদা থাকবে এ বছরে।



কম্পিউটার ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত দক্ষতা হবে প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন উন্নয়ন। গত বছরেও কম্পিউটার ওয়ার্ল্ডের জরিপে এ দক্ষতাটি শীর্ষে ছিল।



জরিপে চাকরির বাজারে দেখা গেছে, এ বছর তথ্য-প্রযুক্তির চাকরির ক্ষেত্রে প্রায় ৪৯ শতাংশ চাহিদা থাকবে প্রোগ্রামারদের। দ্বিতীয় অবস্থানে রয়েছে হেল্প ডেস্ক সাপোর্ট বা দক্ষ প্রযুক্তি সহকারী হিসেবে চাকরি দক্ষতা। তৃতীয় অবস্থানে রয়েছে নেটওয়ার্কিং। এরপর রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, প্রকল্প ব্যবস্থাপনা, ডেটাবেজ ব্যবস্থাপনা, নিরাপত্তা বিশ্লেষক ও বিজনেস ইনটেলিজেন্স হিসেবে দক্ষতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.