![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।
যদি মন কাঁদে
তুমি চলে এস এক বরষায়।
এস ঝরঝর বৃষ্টিতে,
জলভরা দৃষ্টিতে,
এসো কোমল শ্যামল ছায়।
যদিও আকাশ থাকবে তখন বৈরী
কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো,
ঝলকে ঝলকে নাচিবে বিজলী আলো।
নাবিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে,
মেঘমলার বৃষ্টির মনে মনে।
কদমগুচ্ছ খোপায় জড়ায় দিয়ে,
জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। ,,,,,,,,,,,,,,,,,,, হুমায়ুন আহমেদ
©somewhere in net ltd.