নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝে অতি সাধারন একজন

গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।

কাঠ পাতা

গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।

কাঠ পাতা › বিস্তারিত পোস্টঃ

শেয়ার ব্যাবসা করা কি হারাম না হালাল?

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭

আমি মুদ্রার(Forex) শেয়ার ব্যবসার সাথে জড়িত ।অনেকের কাছে শুনলাম এই ধরনের ব্যাবসা করা হারাম :( কিন্তু এইটাই আপাতত আমার রুটি রুজির একমা্এ মাধ্যম। ইসলাম সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা একটু বলবেন কি শেয়ার ব্যাবসা করা কি হারাম না হালাল ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

মদন বলেছেন: ১০০% ইসলামী শরীয়াত মোতাবেক পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ব্যবসা এবং কর্মক্ষেত্রে সুদ থেকে দুরে থাকা অনেক কঠিন। কারন এখানে সরাসরি ও ঘুরিয়ে বিভিন্ন ভাবে সুদের সাথে আমরা জড়িয়ে পড়ি।

যে সকল ব্যাংক সুদ দেয়/নেয়, সে সকল ব্যাংকের শেয়ার লেনদেন সরাসরি হারাম।
যে সকল প্রতিষ্ঠান সুদের শর্তে লোন নিয়ে ব্যবসা পরিচালিত করছে তাদের শেয়ার কি হবে নিজেই বুঝে নেন।

একটি প্রতিষ্ঠানের মার্কেটে নতুন শেয়ার ছাড়া হলো ১০০ টাকায়। সেই শেয়ার বেড়ে হয়ে যাচ্ছে ১০০০ টাকা। অথচ প্রকৃত প্রতিষ্ঠানের অবস্থা আগের অবস্থানেই আছে তাদের অনেক আয় বেড়েছে তাও না আবার অনেক লাভ হয়েছে তাও না, শুধুমাত্র গুজব, সংবাদ হুজুগ ইত্যাদির ভিত্তিতে এ দাম বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। অর্থাত শেয়ার বাজারে যে দৈনন্দিন শেয়ার লেনদেনে দামের কম-বেশি হচ্ছে তার সাথে মুল প্রতিষ্ঠানের মুনাফার কোনোই সম্পর্ক নেই। পুরোটাই হচ্ছে শেয়ার মার্কেটে কৃত্রিম ভাবে। অনেক ওলামা একে জুয়ার সাথে তুলনা করেন।

শেয়ার ভিত্তিক ব্যবসা আপনি কাকে বলতে পারেন?
একটি প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করলেন। প্রতিষ্ঠান বছর শেষে লাভ-লসের হিসেব করলো। সেই হিসেবে আপনি আপনার ইনভেস্টকৃত অর্থের লাভ/লস পেলেন। এটি হচ্ছে প্রকৃত শেয়ার ভিত্তিক ব্যবসা।

শুধুমাত্র হাওয়ায় ভেসে সারা বছর কখনও দাম কমছে কখনও দাম বাড়ছে যার সাথে মুল প্রতিষ্ঠানের সরাসরি কোনো সম্পর্ক নেই তা কতটুকু হালাল হতে পারে আপনিই বিবেচনা করুন।

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

কাঠ পাতা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য , আমি নিজে এই বিষয় নিয়ে ভেবেছি আসলে আমি সুদ মুক্ত ট্রেড করি এবং ঝুকিপূর্ণ ভাবে সব টাকা এক ট্রেড এ খাটাই না ( জুয়া ) এইসব বিষয় গুলা এড়িয়ে চলি এবং সংবাদ , গুজব এই গুলা কারেন্সী শেয়ার এ অল্প সময়ের জন্য প্রভাব ফেলে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কারেন্সি উঠা নামা করে মূলত সেই দেশের অর্থনীতির ভালো খারাপ এর উপর এবং কিছু টেকনিকাল বিষয় এর উপর। তবে এই শেয়ার ব্যবসায় লট নির্ধারণ করতে হয়। লট মানে হচ্ছে আমার কি পরিমান লাভ অথবা লস করব লট সাইজও ২ দিলে লাভ হলেও ২ গুন লাভ হবে অথবা লস হলেও ২ গুন লস হবে। আমার জানামতে এই লট সাইজও জিনিসটা হারাম এর মধ্যে পরে। চাকরি অথবা অন্য কোনো পেশায় ভালো স্যালারি পেলে এই শেয়ার ব্যবসা ছেড়ে দিব।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

মদন বলেছেন: যতটুকু পারুন হালাল পথে ব্যবসা অথবা চাকুরীর চেষ্টা করুন।

হালাল পথে প্রাচুর্য্য পাবেন না, মনে শান্তি পাবেন।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

এস. এম. ওমর হাবিব বলেছেন: Forex Trading হারাম নয় এটি হালাল। তবে আপনাকে SWAP Free account এ trade করতে হবে। SWAP হচ্ছে সুদ আর সুদ হারাম। আপনি গুগোল এ সার্চ করলে আরো বিস্তারিত জানতে পারবেন।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

কাঠ পাতা বলেছেন: হুম !!অামিও তাই মনে করি কিন্তু অনেকেই বলছেন লট এই জিনিসটা হারাম। ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.