নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝে অতি সাধারন একজন

গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।

কাঠ পাতা

গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।

কাঠ পাতা › বিস্তারিত পোস্টঃ

নিম্মবিওদের ভাবনাগুলি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৬

বেতন যা পাই তার ৬০% চলে যায় বাসা ভাড়া্য, সবকিছুর দাম বাড়ে কিন্তু বেতন বাড়ে না । ৪-৬ মাস অন্তর অন্তর বাসা ভাড়া বাড়ায় বাড়িওয়ালা কিন্তু বেতন বাড়ে না। সামনে জানুয়ারিতে বাসা ভাড়া তো বারাবেই সাথে গ্যাস বিল বাড়বে সব মিলিয়ে মহা বিপদে আছি।বিদ্যু্ত, গ্যাস বিল সহ সব কিছুর দাম যেভাবে বাড়ছে আগামীতে মনে হয় আমার মত নিম্মবিও পরিবার গুলির ঠাই হবে বস্তিতে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫৩

খেলাঘর বলেছেন:
এটা অর্থনৈতিক সমস্যা; সরকার বিদ্যুত ও গ্যাস খাত ছেড়ে দিয়েছে ডাকাতদের হাতে; এর থেকে বের হওয়া কঠিন হবে; ডাকাতদের কারণে দাম বাড়ছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

কাঠ পাতা বলেছেন: হুমম ঠিক বলেছেন।কেউ দেশের সাধারন জনগন এর কথা চিন্তা করে না। একমাএ আন্দোলনের মাধ্যমে এইসব সমস্যার সমাধান সম্ভব কিন্তু জনগন একবেলা কম খাবে তাও আন্দোলন করবে না, এইটা আমাদের মত সাধারন জনগনের একটা কমন প্রবলেম।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:

খেলাঘর যদি আপনার পোস্ট পড়ে থাকেন, আমারও পড়া হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.