![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন- পুরনো অনেক লেখকই ভাবছেন বই প্রকাশ করবেন। পুরনোদের ক্ষেত্রে বই প্রকাশ করা কঠিন নয়। কিন্তু নতুনদের ক্ষেত্রে বই প্রকাশের অভিজ্ঞতা না থাকার কারণে কাজটি দুরূহ হয়ে ওঠে। নতুনদের ব্যক্তিগত উদ্যেগে বই প্রকাশ করতে হয়। লেখককেই দায়িত্ব নিয়ে প্রকাশকের ভূমিকা পালন করতে হয়। তারপর অনেক সময় বিক্রির কাজটা পর্যন্ত লেখককে করতে হয়। এক্ষেত্রে বাকিতে লাইব্রেরিতে বই দিয়ে আসতে হয়। বই বিক্রি হলে টাকা এমন ব্যবস্থা। কোন কোন প্রকাশক টাকা নিয়ে বই প্রকাশ করে দেন অবশ্য। সেক্ষেত্রে প্রকাশিত বই বিক্রি হলে টাকা পরিশোধ করেন। লেনদেনের ক্ষেত্রে প্রকাশক ভালো না হলে মুশকিল।
বই প্রকাশের ধাপঃ-
১. বই লেখা ২. কম্পিউটারে কম্পোজ ৩. প্রæফ দেখা ৪. প্রেস্টিং ৫. প্রচ্ছদ ডিজাইন ৬. প্রিন্ট. ৭। বাঁধাই ৮. বাজারজাতকরণ।
খরচের হিসাবঃ-
১০০০ কপি ৪ ফর্মা (৬৪ পৃষ্ঠা) চাররঙ্গা প্রচ্ছদের বই প্রকাশের আনুমানিক খরচ:-
প্রতি ফর্মা কম্পোজ ৩২০ টাকা
পেস্টিং+ প্লেট+প্রিন্ট ৬০০০ টাকা
কাগজ প্রতি রিম ( বসুন্ধরা ) ৮০০ টাকা
প্রচ্ছদ ডিজাইন+সিস্টেম ৩০০০ টাকা
প্রতি কালার প্লেট+প্রিন্ট ৪৫০ টাকা
আর্ট পেপার প্রতি রিম ১৪০০ টাকা
লেমিনেট+বাঁধাই প্রতি কপি ৫ টাকা
যাতায়াত ভাড়া ও বিবিধ ১০০০ টাকা
(১ ফর্মা ১০০০ কপি বইতে ১ রিম কাগজ, প্রচ্ছদে আধা রিম আর্ট পেপার দরকার)
অর্থাৎ ৪ ফর্মা ১০০০ কপি বইতে খরচটা সাড়ে ১৮ হাজার টাকার মতো পৌঁছাচ্ছে। প্রতি কপিতে খরচ তাহলে ১৮.৫০ টাকা।
কাজেই লেখক সত্ব,প্রকাশকের ফি ও অন্যান্য খরচসহ লাভ উঠিয়ে আনতে বইয়ের দাম ধরা যাবে ৪৫-৫০ টাকা।
এবার বিক্রিঃ-
দোকানে বিক্রি ক্ষেত্রে ৪০% ও পরিবেশকদের কাছে বিক্রিতে ৫০% কমিশন দেওয়া যেতে পারে। ব্যক্তিগত উদ্যেগে বই প্রকাশের ক্ষেত্রে প্রাথমিকভাবে ২০০ কপি বই বাঁধাই করা যেতে পারে, সেক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ ৪০০০ টাকা কমে আসবে।
অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ হবে ১৪,৫০০ টাকা, প্রচ্ছদের ডিজাইন নতুন শিল্পী দিয়ে করালে আরো ১০০০ টাকা কমবে। কিন্তু বানিজ্যিকভাবে বই প্রকাশের ক্ষেত্রে একজন বাণিজ্যিক এবং নামকরা শিল্পী দিয়ে করানোই ভালো। সেক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা প্রায় থাকেই না।
ঢাকার বাংলাবাজারের বেশ কিছু প্রকাশক নতুন লেখকদের বই প্রকাশ করে থাকেন। সেক্ষেত্রে গ্রন্থস্বত্ব কিনে নেওয়া হয় ৫-৬ হাজার টাকায়। স্বত্বটা প্রকাশকের কাছে ১০ বছর থাকে। প্রকাশের জন্য যাবতীয় কর্মকান্ড প্রকাশকই করে থাকেন। তবে নিজে পুরো বিনিয়োগ করে বই প্রকাশনার ঝামেলার চেয়ে যৌথ বিনিয়োগই ভালো। লেখকের জন্য সুবিধাজনক হচ্ছে বই প্রকাশের সঙ্গে সঙ্গেই নিজের ভাগের সবগুলো বই ছাপার সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া। নিজের টাকায় বই প্রকাশ করলে কোন প্রকাশককে দায়িত্ব না দেওয়াই ভালো। এক্ষেত্রে নিজেই প্রকাশের কাজ বুঝে নিতে হবে। বিভিন্ন প্রেসে গিয়ে ছাপানোর মূল্য যাচাই করতে হবে। বই প্রকাশের পর বিভিন্ন পরিবেশকের কাছে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রকাশকরা বই পরিবেশনার দায়িত্ব পালন করে থাকেন। সবচেয়ে ভালো হয় কোন বড় প্রকাশক যৌথ উদ্যোগে বই প্রকাশে রাজি হলে। লেখকের উচিত তেমন কোন প্রকাশক খুঁজে বের করা।
তথ্য উৎসঃ বেস্ট নিউজ ডট কম ডট বিডি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভালো, লেখকদের জন্য ভালো তথ্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৪
মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশে বই প্রকাশের ব্যাপারে অনেক জরুরি জিনিস জানলাম | কখনো হয়তো হয়তো কাজে লাগবে | অনেক ধন্যবাদ |
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
শাহরিন শাহন বলেছেন: অাপনাকে ও ধন্যবাদ দাদা
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন: খুবই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
প্রিয়তে তুলে রাখা হল ।
বাসন্তি শুভেচ্ছা রইল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
শাহরিন শাহন বলেছেন: অাপনাকেও শুভেচ্ছা
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৩
সৈয়দ ইসলাম বলেছেন: সুজন ভায়ো বলেছেন: সুন্দর উপাত্ত। যদি কোন দিন কাজে আসে।
আমরা আশা করব, আগামী বইমেলায় কাজে আসবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
শাহরিন শাহন বলেছেন:
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: নতুন কিছু বিষয় জানা হলো।ভালো লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এসব তথ্য জানিয়ে নতুন লেখকদেরকে উৎসাহ যোগানোর জন্য।
লেখাটি 'প্রিয়'তে নিলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: জানলাম।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৯
সাকু মিঞা বলেছেন: ভাই যদি আমার কমেন্ট টা দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাকে ইমেইল করুন - [email protected]
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এখনকার বাজার পরিস্থিতি কী? পাণ্ডুলিপি প্রায় রেডি। কিন্তু এগোনোর সাহস পাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর উপাত্ত। যদি কোন দিন কাজে আসে। আপনাকে অনেক ধন্যবাদ।