![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজন রয় দা, আমার সর্বশেষ পোস্টে জানতে চেয়েছিলেন , নতুন পোস্ট কেন লিখি না।
আমি এমনিতেই কম লিখি , কারণ লিখতে পারি না। আগে প্রচুর মন্তব্য করতাম কিন্তু সময়ের অভাবে এখন সেটাও পারি না।
গত বছরের ডিসেম্বরের ২ তারিখ আমার শেষ পোস্ট ছিল। ৪ তারিখ সকালে সেই পোস্টের কিছু মন্তব্যের উত্তর দেওয়ার সময় আমার ব্যক্তিগত জীবনের একটা দুর্ঘটনা ঘটে । আমার বাবা মারা যান । যে বাবার সাথে ঘণ্টা খানেক আগেও বসে সকালের নাস্তা করেছিলাম তিনি হঠাৎ করে মারা যান । এরপর থেকে ব্লগে আর সময় দেওয়া হয় না। পারিবারিক কাজ আর নিজের বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
বাবা থাকায় অনেক বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পেরেছিলাম। । গত কয়েক বছর ধরে নানান ধরণের বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে আমার জীবন । এখন এসব আমাকে সামলাতে হয় ।
তবে ইদানীং কিছু বই পড়া হচ্ছে। হয়তো ভবিষ্যতেও এগুলোর রিভিউ দিতে পারি ।
মৃত্যুর পরে নামক একটি কবিতা লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর । তার কিছু লাইন নিচে দেওয়া হল,
আজিকে হয়েছে শান্তি ,
জীবনের ভুলভ্রান্তি
সব গেছে চুকে ।
রাত্রিদিন ধুক্ধুক্
তরঙ্গিত দুঃখসুখ
থামিয়াছে বুকে ।
যত কিছু ভালোমন্দ
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
কিছু আর নাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
হয়ে যাক ছাই ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: দুঃখ কষ্ট, সমস্যা সবার জীবনেই আসে কম বেশি।
দুঃখ কষ্টকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ব্লগে আসুন। লিখুন। পড়ুন। মন্তব্য করুন। তাতে মন মেজাজ ভালো থাকবে।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ। আগামীকাল কথা বলবো।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
বিজন রয় বলেছেন: প্রিয় ডার্ক ম্যান, প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই পোস্টে সময় মতো মন্তব্য করতে না পারার জন্য। কারণ গতকাল আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, মানে বাইরে বাইরে ছিলাম ল্যাপটপে বসতে পারিনি আর মোবাইল দিয়ে ব্লগিং হয় না। গতকাল দিনে এই পোস্ট দেখেছিলাম। আর রাতে কোনো মতে একটু সাড়া দিতে পেরেছিলাম যেটা ৩ নম্বর মন্তব্য।
আমি অনেক কৃতজ্ঞ ও ধন্য যে আমার নাম শিরোণাম করে পোস্ট দিয়েছেন। অনেক আগে যখন নিয়মিত ব্লগিং করতাম তখন অনেকেই আমাকে উৎসর্গ করে বা অন্যকোনভাবে আমাকে জড়িয়ে পস্টে দিতেন, সেসব পোস্টগুলো আমার প্রিয় তালিকায় আছে সযতনে, আপনার এটাও রাখলাম। খুব ভালো লাগছে যে আমার ডাকে সাড়া দিয়ে এই পোস্টে দিয়েছেন। আসলে ব্লগাররা সবাই ঝিমিয়ে পড়েছে। তাদের জাগাতে চেষ্টা আমি করি যখনই সময় পাই।
আশাকরি আপনিও কিছুটা সময় ব্লগে দিবেন।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: আপনার বাবার কথা জানতে পারলাম। কি আর করা, সেই পুরাতন কথা, সময়ে-অসময়ে সবাইকে যেতে হয়, এই নিয়েই আমাদের এই ছোট্ট রহস্যময় জীবন। আশাকরি সবকিছু সামলে উঠতে পেরেছেন, পারবেন।
আমারও বাবা নেই ১১ বৎসর হলো। আমিও জানি বাবা হারানোর ধাক্কা কি। ১১ বছর হলো তাতে কি, যতদিন দিন যাচ্ছে ১১ বছর আগে হারানো বাবা যেন প্রতিদিন আরো বেশি করে জীবিত হয়ে উঠছেন। এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না।
আমাকে আপনার আপন কেউ ভাবতে পারেন নির্দ্বিধায়।
সামনে চলার দিনগুলো পাশে থাকুন।
শুভকামনা রইল।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৩২
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: shomo bedona roilo . babar chayaa chole jaoyata khub koshter hoye thake
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
ডার্ক ম্যান বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ রাবেয়া আপু। অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন।
৮| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
মিরোরডডল বলেছেন:
I'm so sorry to hear your loss.
প্রিয়জন হারানোর কষ্ট আসলে যার হয়, সে বোঝে।
আশা করি সময়ের সাথে ব্যথা সহনশীল হয়ে উঠেছে।
আমাদের সবার বাবারা ওপারে ভালো থাকুক।
ভালো থাকবে সৈকত।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: আশা করি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ।