![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজন রয় দা, আমার সর্বশেষ পোস্টে জানতে চেয়েছিলেন , নতুন পোস্ট কেন লিখি না।
আমি এমনিতেই কম লিখি , কারণ লিখতে পারি না। আগে প্রচুর মন্তব্য করতাম কিন্তু সময়ের অভাবে এখন সেটাও পারি না।
গত বছরের ডিসেম্বরের ২ তারিখ আমার শেষ পোস্ট ছিল। ৪ তারিখ সকালে সেই পোস্টের কিছু মন্তব্যের উত্তর দেওয়ার সময় আমার ব্যক্তিগত জীবনের একটা দুর্ঘটনা ঘটে । আমার বাবা মারা যান । যে বাবার সাথে ঘণ্টা খানেক আগেও বসে সকালের নাস্তা করেছিলাম তিনি হঠাৎ করে মারা যান । এরপর থেকে ব্লগে আর সময় দেওয়া হয় না। পারিবারিক কাজ আর নিজের বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
বাবা থাকায় অনেক বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পেরেছিলাম। । গত কয়েক বছর ধরে নানান ধরণের বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে আমার জীবন । এখন এসব আমাকে সামলাতে হয় ।
তবে ইদানীং কিছু বই পড়া হচ্ছে। হয়তো ভবিষ্যতেও এগুলোর রিভিউ দিতে পারি ।
মৃত্যুর পরে নামক একটি কবিতা লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর । তার কিছু লাইন নিচে দেওয়া হল,
আজিকে হয়েছে শান্তি ,
জীবনের ভুলভ্রান্তি
সব গেছে চুকে ।
রাত্রিদিন ধুক্ধুক্
তরঙ্গিত দুঃখসুখ
থামিয়াছে বুকে ।
যত কিছু ভালোমন্দ
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
কিছু আর নাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
হয়ে যাক ছাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: আশা করি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ।