নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

নেপালে "সিআই-র" খেলা শুরু

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

হঠাৎ করে নেপালে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জেন- জি।
গত কয়েক বছর ধরে নেপালে ভারতের প্রভাব ক্রমশ কমে চীনের প্রভাব বাড়তে শুরু করে। চীনের জোরে ভারতকে ক্রমশ এড়িয়ে চলছিল নেপাল।
দেখা যাক, বাংলাদেশের মত নেপালেও সফল হয় কিনা জেন-জি আন্দোলন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ট্রাম্প কি কোনভাবে নেপাল নিয়ে চিন্তিত? সিআইএ কি ট্রাম্পের অনুমতপ পাবে নেপালে কিছু করতে?

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

মাথা পাগলা বলেছেন: হয়তো ভারত রাশিয়াকে নিয়ন্ত্রণে আনার খেলায় নেমেছে। গোল্ডের দামও অনেক উপরে উঠেছে। যখন বিশ্ব অর্থনৈতিক মন্দার সম্ভাবনা দেখা দেয়, বড় বড় বিনিয়োগকারীরা আগেই টের পেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে গোল্ডে অর্থ বিনিয়োগ করে।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৬

বিজন রয় বলেছেন: ভারতের চারপাশের দেশগুলোকে আমেরিকা তাদের আজ্ঞাবহ চামচা বানিয়ে রাখতে চায়। যাতে ভারতকে বিপদে রাখতে পারে।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৪৯

শ্রাবণধারা বলেছেন: বলেন কি, নেপালে "সিআইএ"র খেলা শুরু হয়েছে? "সিআইএ" একাই খেলছে, নাকি মাঠে "র"ও আছে?

মোদি-ডাডাকে বলুন, ভারতকে ছেঁচড়ামি ও ছোটলোকি ছাড়তে হবে। ছেঁচড়া প্রতিবেশী অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, তাকে কেউ পছন্দ করে না। আর সময়-সুযোগ পেলেই গরিব প্রতিবেশী ছেঁচড়া ক্ষমতাবান প্রতিবেশীর পশ্চাতে লাথি মারতে দ্বিধা করেনা।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: আসলে নেপাল বাংলাদেশে থেকে অনুপ্রাণিত হয়েছে।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: নেপালে কি হচ্ছে জানতে চোখ রাখুন সামুতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.