নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন ভাবনা-৩ঃ ঈসা (আঃ)-এর কিছু বাণী

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

(১)
একবার হযরত ঈসা (আঃ)-এর সাথে শয়তানের দেখা হলো। শয়তান বললো- ''এটা কি সত্যি নয় যে, যা আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছেন, তা হবেই?''

ঈসা (আঃ) বললেন, ''এটা সত্যি।''

তখন শয়তান বললো, ''তাহলে পর্বতের উপর থেকে নিজেকে নিচে নিক্ষেপ করুন, আমাদের দেখতে দিন আপনি বেঁচে থাকেন কিনা।''

ঈসা (আঃ) উত্তরে বললেন, ''ভৃত্য প্রভুকে পরীক্ষা করে না, বরং, প্রভুই ভৃত্যকে পরীক্ষা করেন।''

(২)
হযরত ঈসা (আঃ) বলেছেন, ''সৃষ্টিকর্তা আমাকে মৃতকে জীবিত করার, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়ার, বধিরকে কথা ফিরিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন, কিন্তু তিনি আমাকে বোকা লোকের বোকামী সারানোর ক্ষমতা দেননি।''

(৩)
ঈসা (আঃ) বলেছেন, ''কিছু জানা কোন কাজেই লাগে না যদি না কেউ তা কাজে লাগায়। আসলে, জ্ঞানের প্রাচুর্য শুধুমাত্র একজনের অহংকার বাড়ায় যদি কেউ সে অনুযায়ী কাজ না করে।''


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

গ্যাব্রিয়ল বলেছেন: কথা গুলো খুব দামি.....................

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যই দামী

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: শিক্ষণীয়। প্রিয়তে রাখলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
হযরত ঈসা (আঃ) বলেছেন, ''সৃষ্টিকর্তা আমাকে মৃতকে জীবিত করার, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়ার, বধিরকে কথা ফিরিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন, কিন্তু তিনি আমাকে বোকা লোকের বোকামী সারানোর ক্ষমতা দেননি।''


তাহলে বোকারা মসিহ হয়ে যেত আর মসিহ বোকা হয়ে যেত! এবার বুজুন বোকাদের মাথার গিলু কোন লেভেলের :>

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বোকাদের বুদ্ধিমান করার উপায় কি?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

কানিজ ফাতেমা বলেছেন: ৩নং বানীটা মনে গেঁথে গেল ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমারো।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


যীশু ছিলেন রোমান বিরোধী ও পাথরের যুগের ইহুদীদের বেকুবী সব প্রথা বিরোধী একজন সংস্কারক। উনি এসব কথা বলতে পারেন, নাও বলতে পারেন; তবে, শয়তান ময়তানে বিশ্বাস করতেন না; এগুলো উনার মৃত্যুর পর উনার অনুসারীরা যোগ করেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শয়তানে বিশ্বাস স্থাপন ঈমানের অঙ্গ নয়। তবে, কোরআনে যেহেতু শয়তানের কথা বলা আছে, সেহেতু শয়তান মিথ্যে কোন বস্তু নয়।
আর হযরত ঈসা (আঃ)-কে মারতে পারে এমন কোন মানব জন্ম হয়নি আজতক, জন্ম হবেও না।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল্ লাগল , শেয়ার করার জন্য ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.