নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী\'র কায়া, সেতো খোদার প্রতিচ্ছায়া!

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২



নবী বলেন, জ্ঞানীরা অবল যখন স্ত্রীরা হয় সবল,
মূর্খ তো সেই, যাদের স্ত্রী, হয় সকল সময়ে অবল,
তাইতো তারা, দয়া-মমতা ছাড়া, পশুত্ব করে আলিঙ্গন,
কোমলতা-দয়া, সেতো মানবের ছায়া, ক্রোধ-কাম পশুর অংকন।

স্ত্রী'র কায়া, খোদার প্রতিচ্ছায়া, তারে করতে হয় সম্মান,
আকর্ষণীয় সে নয়, খোদারে করো ভয়, জীবন যে তাঁর দান।

জ্ঞানবান লোকদের স্ত্রীরা সব সময় স্বামীর উপর প্রাধান্য বিস্তার করেন। এই প্রবলতা যখন প্রখর হয়, জ্ঞানী লোকেরা তখন কি করবেন? স্ত্রী'র সাথে দুর্ব্যবহার করে তার জবাব দিবেন, তার উপর রাগ করবেন? কিন্তু, রাগ ও কাম তো পশুত্বের লক্ষণ! মূর্খ মানুষেরাই এই স্বভাবের উপরে ভর করে স্ত্রী'র উপর প্রভাব বিস্তার করে। জ্ঞানীরা কেন তাদের পদানুসরণ করে নিজেদের স্ত্রীদের অবলা করে রাখবেন! কোমলতা-দয়া-মমতা এসব যে মনুষ্যত্বের লক্ষণ।

স্ত্রী আল্লাহ পাকের এক অবাক সৃষ্টি যার ছায়াতলে পুরুষরা এসে শান্তি ও শ্রান্তি পায়। 'শান্তি' দান করা তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ'র একটি মহাগুণ, তাঁর নিরানব্বইটি গুণবাচক নামের একটি।

সৃষ্টি করা আল্লাহ'র মহান কাজগুলোর মাঝে অন্যতম। তাঁর এই গুণের কারণেই আমরা তাঁকে 'খালেক' নামে ডাকি। এই দুনিয়ায় খোদা তাঁর অপার সৃষ্টি নারী'র উদরস্থ কুদরতি কারখানায় সেই সৃষ্টি গূণের প্রকাশ ঘটান।

কত কষ্ট করেই না মানবী তাঁর স্বামীর জন্যে খাবার তৈরী করেন নিজ হাতে। খাবার দান করা তো খোদাতায়ালার বিশেষ একটি কর্ম!

আর, এগুলোর জন্যই মহাকবি শেখ রুমী উপরিউক্ত কবিতার মাধ্যমে স্ত্রীদের খোদার প্রতিচ্ছায়া হিসেবে প্রকাশ করেননি?

[শেখ রুমী'র মছনবী অবলম্বনে]






মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে স্ত্রীরা পরিবারকে টিকিয়ে রাখার ক্ষমতা অর্জন করছেন; বাংলাদেশে আজও স্বামীর অকাল মৃত্যুতে, নিজের সন্তানকে অপরের কাছে রেখে, শুধু খেয়ে বাঁচার জন্য বিয়ে করতে হচ্ছে; খুবই কস্টের কথা।

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সবার জন্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সংস্থান করা দেশের দায়িত্ব।

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪

অভিজিৎ সমদ্দার বলেছেন: খুব সুন্দর পোষ্ট ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

রিফাত হোসেন বলেছেন: রাগ খুবই খারাপ কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন, তবে সবার জন্য নয়।

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সেখানেই তো সাধারণ আর অসাধারণের পার্থক্য!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: স্ত্রীদের খোদার প্রতিচ্ছায়া হিসেবে প্রকাশ করার কথা শুনে হয়তো অনেকেই চমকে বা শিউরে উঠতে পারেন শিরকের কথা ভেবে, কিন্তু গভীরভাবে ভেবে দেখলে বেশ অনুভব করা যায়, আল্লাহতা'লার গুণাবলীর ছায়া তো স্ত্রী পুরুষ নির্বিশেষে তার সৃষ্ট মানবের মাঝে দেখা যায়ই।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কথাটি রুপক অর্থে ব্যবহৃত হয়েছে।

আপনার সুন্দর কথার জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.