নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
একদিন এক ব্যক্তি তার বন্ধু'র বাড়িতে বেড়াতে গেলো। বাড়ির সামনে এসে সদর দরজায় 'ঠক, ঠক' শব্দ করে আঘাত করতেই সেই বন্ধু বাড়ির ভিতর থেকে জিজ্ঞেস করলো- "কে ওখানে?"
সেই ব্যক্তি উত্তর দিলো- "আমি।"
তা শুনে বাড়ির মালিক সেই বন্ধুটি বললো-
"ভাগো এখান থেকে! কোন কাঁচা মাংসের স্থান নেই আমার ঘরের টেবিলে।"
সেই ব্যক্তি মনে আঘাত পেয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। বিরহ যাতনায় এভাবে ঘুরতে ঘুরতে তার ভিতরের সকল অহংবোধ আর ভন্ডামী ধুলোয় মিশে গেলো। এভাবে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে একদিন সে ফিরে এলো আবার সেই বাড়িতে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে বন্ধু'র সদর দরজায় পৌঁছে আবার আঘাত করলো, এবারে খুবই ভদ্র ভাবে।
"কে ওখানে?" ভিতর থেকে বন্ধু'র প্রশ্ন।
সেই ব্যক্তি উত্তর দেয়....................."তুমি।"
"দয়া করে ভিতরে চলে এসো, হে আমার আপন সত্ত্বা। এখানে দ্বিতীয় কোন ব্যক্তির জন্যে কোন জায়গা নেই যে!"
বন্ধুটি সাদরে অভ্যর্থনা জানায়।
শেখ রুমী'র একটি লেখার ভাবানুবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এই সহজ লেখা ধরতে না পারলে বাকিগুলোতে আপনার কি হবে! তিন রাত ভাবুন।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: বাহ!
খুব ভালও লাগল।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শেখ রুমী'র প্রতিটি লেখাই অর্থবহ এবং প্রাণে দোলা দেয়।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই আমি -তুমির মানে কী?
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: প্রতিটি মানুষের একটা নিজস্ব সত্ত্বা ও জগত আছে যা গোটা পৃথিবী থেকে অনেক অনেক বড়। মূলত এটিই তার আসল বিচরণ ক্ষেত্র। নিজেকে জানা, পর্যালোচনা, সমালোচনা, সর্বোপরি নিজেকে উপলব্ধি করার বিষয়। আপন সত্ত্বাকে পরিপূর্ণ হৃদয়ঙ্গম করার মাধ্যমেই প্রকৃতিপ্রদত্ত শিক্ষার সারমর্ম অনুধাবন করা সম্ভব।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমাদের মাঝেই পরম স্বত্বা বাস করেন এটা উপলব্ধি করা খুব প্রয়োজন। সেই উপলব্ধিতেই পথের দিশা।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এমন অনুবাদ মাঝে মাঝে করবেন । অনেক ভাল লাগল।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী, করবো। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
এটার ঠিক অনুবাদ হয়েছে কিনা কে জানে, আমার কাছে ব্যাপারটা পরিস্কার হয়নি
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কোন বিশেষ সময়ে চোখ বন্ধ করে কিছু দিন নিজেকে সময় দিন। উত্তর আপনার কাছে পৌঁছে যাবে।
যদি না পৌছায়, বুঝতে হবে, সেটার জন্যে আপনি এখনো প্রস্তুত নন।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
পদ্মপুকুর বলেছেন: অনুবাদ ভালো হোক বা না হোক, বক্তব্য বেশ পরিষ্কার।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন। শুভেচ্ছা থাকলো নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
বনসাই বলেছেন: আমি গল্পটির অর্থ ধরার চেষ্টা করছি