নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
[সিলেটে এসেই একটি বিয়ের অনুষ্ঠানে জড়িয়ে গিয়েছি। আমার 'জেম্বে' নিয়ে একদল ললনার সাথে যোগ দিয়েছি গানে। দারুণ সময় কাটছে সেটা বলাই বাহুল্য! গানের সাথে সাথে বাদ্য বাজানোর ফাঁকে চলেছে কাব্য চর্চা।]
নাচিছে সে দেখো
ঢোলেরই তালে-
ময়ূরকন্ঠী শুনে
বসেছে চালে...
.
আমি তো তা দেখে
হয়েছি অবাক,
নেচে করি হৈ হৈ
হয়ে হতবাক!
.
সিলেটে বসে বলি
ওরে মেয়ে 'বাহ্'
দুলিয়ে কেশ ঝুটি
করি উহ, আহ।
.
আমারে নাচিয়ে তুমি
দিলে যে হেসে,
মন তাই খেলা করে
সাগরে ভেসে!
.
ওরে নাচো তো দেখি
হেসে ফিকিফিকি...
তা না না, তা না না, টান তান...
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নো প্রব্লেমো! আপনি নাচ-গান যে কোনটি পারলে, আপনিও নিমন্ত্রন পাবেন।
শুভেচ্ছা।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
তবে হয়ে যাক
এক বাইট !!!
.....................................................................................
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমার কোন অসুবিধা নেই!
শুভেচ্ছা।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১০
ল বলেছেন: করি উহ আহ!!!
হা হা -- বেশ বেশ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫
হাবিব বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
অগ্নি সারথি বলেছেন: হা হা হা! বেশ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: দারুণ দারুণ, খুবই ভালো লাগল। ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, গুরু। শুভেচ্ছা।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
শায়মা বলেছেন: বাহ মজার গানা !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, আপুনি! শুভেচ্ছা নিরন্তর।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১
মুক্তা নীল বলেছেন: সিলেটের হিন্দু সম্প্রদায়ের ধামাইল নাচ আরও সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
একটু ভুল সংশোধন করে দেই?
ধামাইল নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নয়। এটি সিলেটের গ্রামে-গঞ্জে চলে আসা বহু পুরানো একটি নাচ।
আমি নিজে আমাদের আত্মীয়ের নিয়েতে ধামাইল নাচ দিতে দেখেছি।
ধন্যবাদ।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২
মুক্তা নীল বলেছেন: আমি জানি দেখেই বলছি, ভাই। হিন্দুরা অধিবাসের রাতে রাধা রমনের গানের সাথে ধামাইল বা থাপরি নাচ নাচতো।
আর মুসলমানরা গায়েহলুদের রাতে গীত গাইতো। কিন্তু ধামাইল মূলত হিন্দুসম্প্রদায়ের নাচ। মুসলমানদের মধ্যে ধামাইল এসেছে অনেক পরে।
গুগলেও দেখতে পারেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এটা তাহলে বংশ-পরম্পরায় এসেছে। সিলেটের আদিগোষ্ঠীরা হিন্দু ছিলো তো। তাঁরা এখনও সেটা ধরে রেখেছেন।
আর, সিলেটের ইতিহাস অনেক বিস্তৃত। রাধা রমন তো মাত্র সেই দিনের লোক। তাঁরও অনেক আগে ধামাইলের প্রচলন সিলেটে।
আবারো মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওরে নাচো তো দেখি
হেসে ফিকিফিকি...
তা না না, তা না না, টান তান...
........................................................................
নাচের ব্যাক গ্রাউন্ড তো দেখছি সামুর ব্লগ ডে
........................................................................
ভারী মজা