নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

সাকিব কান্ডে ইমেজ সংকটে সরকারঃ পাপনের জায়গায় মাশরাফিই একমাত্র সমাধান

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪



বিসিবি'র প্রধান হিসেবে পাপন সাহেব অনেক দিন ধরেই আছেন। যে কোন পদে বেশি দিন থাকলে একটা অলসতা চলে আসে। আমার মনে হয় পাপন সাহেবেরও তা চলে এসেছে। এখন এই পদে একটি পরিবর্তন প্রয়োজন।

সাকিব ও ক্যাসিনো কান্ডে সরকারের অনেক সুনামহানী ঘটেছে এটা নিশ্চিৎ। এই পরিস্থিতিতে সরকার প্রধান কি করতে পারেন?

ভারত তাদের ক্রিকেট বোর্ডের প্রধান পদে সৌরভ গাঙুলীকে বসিয়েছে। বাংলাদেশ বন্ধুপ্রতীম এই দেশটি থেকে এক্ষেত্রে কি কোন শিক্ষা নিতে পারে? মাশরাফিকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বা ক্রিড়া মন্ত্রী পদে নিয়োগ দিতে পারে?

আমার কাছে এটাই একমাত্র সমাধান। আপনার কি মত?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: না মাশরাফি পারবে না।
সাবের হোসেন চৌধুরী পারলে পারতে পারে।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মাশরাফি পারবে। নেতৃত্ব দেওয়ার সহজাত গুণাবলী আছে তাঁর। ধন্যবাদ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

ভুয়া মফিজ বলেছেন: মাশরাফির জন্য এখনই বিসিবি বস হওয়া টু আর্লি।
আগে ওকে পরিচালকের পদে এনে আরেকটু পরিপক্কতা অর্জনের পর প্রেসিডেন্ট করা যেতে পারে। ও ভালোই করবে মনে হয়।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মনে রাখতে হবে, মাশরাফি একটা এলাকার সংসদ সদস্য। সেই দায়িত্ব বিসিবি'র দায়িত্ব থেকে অনেক বড়। সেটা যদি সে করতে পারে, বিসিবির বস হতে পারবে না কেন!

ধন্যবাদ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: আপনার ভাবনার সাথে আমি সহমত।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মাশরাফিই পারবেন বিসিবি-কে ভালো একটি জায়গায় নিয়ে যেতে। ধন্যবাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার মন্তব্য পড়ে আবার আসলাম।

বাংলাদেশের সংসদ সদস্যদের যোগ্যতা আসলে কতোটুকু, তারা কিভাবে নমিনেশান পায় আপনার জানার কথা। দলীয় নমিনেশানে একটা কলাগাছকে দাড়া করালেও জিতে যায় যে দেশে, সেখানে সংসদ সদস্য কোন যোগ্যতা না। তবে, মাশরাফীর যোগ্যতা আছে সন্দেহ নাই, শুধু অভিজ্ঞতা দরকার।

সংসদ সদস্যদের সংসদে তেলবাজী এক জিনিস, আর বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডের বাঘা বাঘা প্রশাসকদের সাথে এক টেবিলে বসে ইন্টারএকটিভ মিটিংয়ে পার্টিসিপেট করা ভিন্ন জিনিস। সাংবাদিকদের সাথে মত বিনিময় আর সাক্ষাতকার দেয়া ছাড়া আপাতত আর কোন অভিজ্ঞতা ওর নাই। পরিচালক হিসাবে কিছুদিন কাজ করলে প্রশাসনিক অভিজ্ঞতা হবে, বিসিবি বস হতে গেলে এই অভিজ্ঞতাও ওর লাগবে। সেজন্যেই বলেছি, টু আর্লি!!!

যাই হোক, ও এখনি পারবে এটা আপনার মত, এখনি পারবে না.....এটা আমার মত। মতের ভিন্নতা, বোঝার ভিন্নতা আমাদের মধ্যে থাকতেই পারে।

ভালো থাকবেন।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নেতৃত্ব দেওয়া একটি আলাদা ব্যাপার। এটি একটি বেসিক স্কিল। মাশরাফি একদম তৃণমূল ক্রিকেট থেকে এসেছে। তাই, অভিজ্ঞতাও তৈরী হয়ে গিয়েছে।

আপনি যদি বিসিবি'র প্রধানের দায়িত্বগুলোর দিকে লক্ষ্য রাখেন, তাহলে পরিকল্পনা তৈরী করার কাজগুলো মাশরাফি অনেক আগে থেকেই করে এসেছে হাতে-কলমে। তাঁর দক্ষতা প্র্যাক্টিকাল। আর, বাকি প্রয়োজনীয় অভিজ্ঞতা বিসিবি'র বস হয়ে কাজ করতে করতেই আসবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.