নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
এই দুনিয়ায় আছে হরেক রকমের মদ,
সাবধানে যদি বেছে না নাও, করবে তোমায় অবোধ!
.
খোদা কালো মদটাকে এতোটাই ক্ষমতাশালী করে পাঠিয়েছেন যে, তা পান করে আমরা দু'টি জীবনকেই ত্যাগ করি। অন্যদিকে, খোদা হাশিশের মাঝে দিয়েছেন এমন এক ক্ষমতা যা আমাদের আত্মপলদ্ধি'র সীমা রেখাকে বুঝতে সাহায্য করে। আর, ঘুমকে খোদা তৈরী করেছেন এমন করে যেন তা প্রতিটি চিন্তাকে মুছে দিতে পারে। খোদা মজনুকে এমন ভাবে বানিয়েছেন যে লায়লার কুকুরের শত ঘেউ ঘেউ ডাকও তার ভালোবাসার মাঝে কোন দ্বিধা তৈরী করতে পারে না।
.
এ নশ্বর পৃথিবীতে হাজারো রকমের মদ রয়েছে যা আমাদের মাথা ঘুরিয়ে দিতে পারে। তাই বলে এটা ভেবো না যে, এগুলোর প্রত্যেকেটী আমাদের সমান আনন্দ দিতে পারে! নিজেকে জিজ্ঞাসা করে দেখো তো, ঈসা যে সময়ে খোদার ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন, তখন তাঁর গাধাটি বার্লির গামলায় বুঁদ হয়ে থাকেনি?
.
খোদার ভালোবাসায় হারিয়ে যাওয়া সাধুরা যখন তোমার সামনে এসে উপস্থিত হোন, তখন শুধু তাঁদের দেওয়া পানীয়ের পেয়ালাতেই চুমুক দাও, অন্য কারো কাছ থেকে নয়। মনে রেখো, প্রত্যেকটি বস্তু, প্রতিটি জীব আমোদের একেকটি পাত্র। রস পান করার ক্ষেত্রে একজন দক্ষ পন্ডিত হিসেবে নিজেকে তৈরী করো, আর সাবধানতার সাথে মদ বাছাই করে তার স্বাদ নাও।
.
যে কোন মদই তোমাকে মাতালতার চরম সীমানায় নিয়ে যেতে পারে। অনেকগুলোর মাঝ থেকে একটিকে বাছাই করে নেওয়ার বেলায়, একজন বিচক্ষণ রাজার মতো সব কিছু বিচার করে সবচেয়ে খাঁটিটি হাতে তুলে নাও। সেই মদটি গলায় ঢালো যা নির্ভেজাল ভীতি তৈরী করে কিংবা 'এই মুহুর্তে কি করা প্রয়োজন' সে সম্পর্কে তাড়না জাগায়।
.
সেই মদটিই পান করো যা তোমাকে জাগিয়ে তুলে সামনে বাড়তে সাহায্য করবে, ঠিক যেমন একটি উট একত্বের আভিজাত্যে ধীর পায়ে সামনে এগিয়ে যায়।
।
।
মূলঃ দার্শনিক শেখ জালালুদ্দিন রুমী
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উনি কিন্তু খুব সহজে তাঁর চিন্তাগুলো বুঝিয়ে বলতে পারতেন যা অনেকেই পারেননি।
শুভসকাল।
শুভেচ্ছা নিরন্তর।
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
হাবিব বলেছেন: আচ্ছা, আপনার এই পোস্টে যে ছবি এইটা কি আপনি বানিয়েছেন?
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: না তো! আমি একটি ওয়েবসাইট থেকে নিয়েছি। আপনার পছন্দ হয়েছে?
ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: মদ টদ খাই না।
চা সিগারেট এছাড়া আমার আর কোনো বাজে অভ্যাস নাই।
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বেশ তো! মদ ছাড়াও অনেকেই ভালো অবস্থায় আছেন এই দুনিয়ায়।
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
হাবিব বলেছেন: হুম, ছবিটা এর আগের পোস্টেও দেখেছি আপনার। খুব ভালো হয়েছে। একদম রুমীর কথার মতোই
২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমার পোস্টের থিমের সাথে মিলে গেলে ব্যবহার করি।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: মদেই আনন্দ প্রশান্তি, সবাই মদেই মজে থাকুক। সুন্দর পোষ্ট
২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: 'মদ' চিনতে ভুল করা উচিৎ নয়।
শুভেচ্ছা।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ পুরোপুরি হারাম বলা যায় না।
সেরকম হারাম হলে বেহেস্তে পাওয়া যেত না। বেহেস্তে এলাও করতো না।
২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: 'মদ' তো আছে হরেক রকমের! বেছে নিন যেটা লাগে 'কাজে'।
অনেক শুভেচ্ছা।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
এসব লেখা আজকে অচল
২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আরেররররর!!!! আপনি তো রাজনৈতিক বিশ্লেষক বলে জানতাম!!!!
মোটিভেশনাল ও সুফিতান্ত্রিক লেখা'র বিশ্লেষণ কবে থেকে শুরু করলেন?!!!
৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৭
নুরহোসেন নুর বলেছেন: মদ হারাম,
তবুও পৃথিবীর কোটি কোটি মানুষ মদে ডুবে আছে!!
ভাল জিনিসের চেয়ে খারাপ জিনিসের প্রতি মানুষের এতটান কেন?
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
রুমী’র ভাবনা এখনও বিষ্ময়ের নাম!
শুভসকাল-