নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
১-নং নিয়মঃ
আমরা যেভাবে খোদাকে দেখি, তা আমাদের নিজেদের প্রত্যক্ষ প্রতিচ্ছবি।
খোদার মুখোমুখি হওয়ার চিন্তা যখন মনে আসে, তখন যদি ভয় আর তিরস্কার পাওয়ার কথা মনে হয়, এর অর্থ, আমাদের ভিতরে খুব ভয় এবং দোষ রয়েছে।
আর, যদি খোদার স্মরণে মন ভালবাসা ও মমতায় পূর্ণ হয়ে যায়, আমাদের অবস্থাটাও তখন ঐ রকমই।
২-নং নিয়মঃ
যে প্রেমের সন্ধান করে, সেই ব্যক্তি বদলে যায়। প্রেমের সন্ধান করতে করতেই একজন মানব পরিণত হয়। যে মূহুর্ত থেকে কেউ প্রেমের সন্ধানে বের হয়, এটা তার ভিতরে এবং বাইরে পরিবর্তন ঘটায়।
৩-নং নিয়মঃ
বিশ্বের প্রতিটি বস্তু আর প্রতিটি মানুষের ভিতর দিয়ে তুমি খোদাকে অনুধাবন করতে পারবে। কারণ, খোদা কোন মসজিদ, সিনাগগ কিংবা চার্চের মধ্যে সীমাবদ্ধ নন। তারপরো, তুমি যদি জানতে চেষ্টা করো তিনি আসলে কোথায় আছেন, তাঁর সন্ধান পাওয়ার কেবলমাত্র একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছেঃ সত্যিকার প্রেমিকের অন্তর।
৪-নং নিয়মঃ
বুদ্ধিমত্তা আর ভালোবাসা ভীন্ন বস্তু দ্বারা গঠিত। বুদ্ধি মানুষকে গিঁটে বেঁধে রাখে, কোন ঝুঁকিই নেয় না। কিন্তু, ভালোবাসা সকল জটিলতা নিরসন করে, আর সব রকম ঝুঁকিই তা নিতে পারে।
বুদ্ধি সর্বদা সতর্ক থেকে পরামর্শ দেয়- ‘’খুব বেশি উচ্ছাস থেকে দূরে থাকো।‘’ অন্যদিকে, ভালোবাসা বলে, ‘’কোন কিছু চিন্তা না করেই ঝুঁকি নাও।‘’
বুদ্ধি সহজে ভেঙ্গে পড়ে না, অন্যদিকে ভালবাসা অনায়াসে নিজেকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। অথচ, ধ্বংসস্তূপের মাঝেই ধন ভাণ্ডার লুকিয়ে রয়েছে। একটি ভাঙ্গা হৃদয় সেই ধনভান্ডার গোপন করে রাখে।
৫-নং নিয়মঃ
বিশ্বের বেশিরভাগ সমস্যা ভাষাগত ভুল এবং সাধারণ ভুল বোঝাবুঝি থেকে তৈরী হয়। কখনো শব্দকে আক্ষরিক অর্থ বা তার সরাসরি মর্মার্থ হিসেবে নিবেন না। আপনি যখন ভালবাসার বলয়ে পা রাখেন, শব্দ নিজে থেকেই অচল হয়ে যায়। যা কোন শব্দের মাধ্যমে প্রকাশিত হয় না, তা একমাত্র শুধু নীরবতার মাধ্যমেই উপলব্ধি করা যায়।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
কয়েক দিন ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম। আশা করি সবাই ভালো আছেন।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
কনফুসিয়াস বলেছেন: অনেক দামী কথা। ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই, কথাগুলো অনেক দামী। পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
কয়েকদিন আপনাকে ব্লগে দেখি নি!