নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

নজরুল করেন ঢং, তা ছড়ায় কত্ত রং!

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১০



==
১৩
==
জাতীয় কবি নজরুলের তখন তরুণ সময়। একদিন তিনি ঘরের বারান্দায় বসে রয়েছেন। হঠাৎ দেখতে পেলেন, কাছেই একটি পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে ছোট্ট একটি মেয়ে কার সাথে যেন কথা বলছে।

নজরুল তাড়াতাড়ি কাছে গেলেন। গিয়ে তো অবাক! ওমা! গাছে তো কেউ নেই! তাহলে, মেয়েটি কার সাথে কথা বলছে!

মেয়েটিকে শুধুতেই, সে জানালো, 'কাকাবাবু! ওই দেখো দুষ্টু কাঠবেড়ালী। রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়। আমাকে একটাও দেয় না।'

কাঠবেড়ালী'র সাথে সেই মেয়েটির এমন মান-অভিমানের ঘটনা নজরুলের মনে এতোটাই দাগ ফেলে যে, তিনি একটি ছড়া লিখে ফেললেন-

‘কাঠবেড়ালী! কাঠবেড়ালী! পেয়ারা তুমি খাও?/ গুড়-মুড়ি খাও! দুধ-ভাত খাও? বাতাবি লেবু? লাউ?...’

==
১৪
==
'ঐ দেখো, আরেকজন আড়ষ্টকাক এসেছে।'

কাজী নজরুল ইসলামের বাচন ভঙ্গিতে কৌতুকের ছোঁয়া পেয়ে সাথীরা দেখতে পেলেন যে ঘরে একজন ধোপদুরস্ত সাহেবী পোশাক-পড়া মানুষ প্রবেশ করেছে। আসলে, নজরুল 'এরিস্টোক্রেট'-কে মজা করে 'আড়স্টকাক' বলতেন।

আর, যারা বক্তৃতা দিতে পছন্দ করতেন, তাদের 'বখতিয়ার খিলজী' বলে সম্বোধন করতে ভালোবাসতেন।

কেউ বেশি বকবক করা শুরু করলে, কথার মোড় ঘুরাতে বলতেন- 'জানে দেও কন্ডাক্টর'।

==
১৫
==
আরেকবার হয়েছে কি, একজন গায়ক নজরুলের কাছে এসে বকবক করেই চলেছে। অথচ, সে এসেছিলো গান শোনাতে। গান না শুনিয়ে লোকটির এমন প্যাঁচালে নজরুল যারপরনাই বিরক্ত হচ্ছিলেন। শেষ পর্যন্ত বলে ফেললেন-

'আপনি তো দেখছি একটি জানোয়ার লোক।'

এই কথা শুনে লোকটি বেশ রেগে গেলো। চোখ বড় বড় করে বললো - 'কি বললেন!'

নজরুল এবারে উত্তর দিলেন - আরে না না, কিছু মনে করবেন না। আপনি তো অনেক কিছু 'জানেন'। তাই, 'জানোয়ার' শব্দটাই আপনার সঙ্গে মানানসই!


==
১৬
==
একবার নজরুল শুনতে পেলেন যে, একজন শিক্ষকতা পেশায় জড়িত এক মানুষ নজরুলের লেখা গান গাইতে চাচ্ছেন। অথচ, সেই ভদ্রলোকের গানের গলা নেই।

নজরুলের ক্যারিয়ার তখন সূবর্ণ শিখরে। নিয়মিত গ্রামোফোন কোম্পানী'র রিহার্সাল রুমে এসে গান লেখার পাশাপাশি, সুর করেন, অন্যদের গান শিখিয়ে দেন। এমনবস্থায়, এই রকম আবদার!

সেই ভদ্রলোকও নাছোড়বান্দা। তিনি কেঁদে-কেটে অস্থির হয়ে জানালেন যে, কোম্পানী'র লোকেরা 'ঘুষ' হিসেবে তাঁর কাছ থেকে মিষ্টি পর্যন্ত খেয়েছে। আর এখন বলছে তাঁর গান তারা নিবে না!

এই কথা শুনে নজরুল বললেন যে, যখন মিষ্টি খাওয়া হয়েছেই, তখন সেই লোকের গান রেকর্ড করতেই হবে।

নজরুলের কথা শুনে কোম্পানী'র লোকেদের তো চক্ষু চড়কগাছ। নজরুল বলছেন কি!

নজরুল তাঁদের আশ্বাস দিলেন - 'আরে! আমরা বাঙালীরাও কিন্তু কম হুজুগে নই, দেশটাও হুজুগে।'

যেই ভাবা সেই কাজ! পরের দিন নজরুল গান লিখে নিয়ে এসে লোকটিকে এই লাইনগুলো গাইতে বললেন-

কলা গাড়ি যায় ভষড় ভষড়
ছ্যাকরা গাড়ী যায় খচাং খচ,
ইচিং বিচিং জামাই চিচিং
কুলকুচি দেয় করে ফচ...


সেই শিক্ষক ভদ্রলোক দ্বিগুণ উৎসাহে গলা সাধলেন। ঐদিন এই লাইনগুলোই তাঁকে শেখানো হলো।
পরের দিন, আরো কয়েকটি লাইন লিখে নিয়ে এসে নজরুল শিক্ষক মহাশয়কে গাইতে বসালেন-

মরি হায় হায় হায়,
কুব্জার কী রুপের বাহার দেখো।
তারে চিৎ করলে হয় যে ডোঙা
উপুড় করলে হয় সাঁকো।
হরি ঘোষের চার নম্বর খুঁটো,
মরি হায় হায় হায়...


যাহোক, চরম গোপনীয়তা রক্ষা করে গানের রেকর্ড করে বাজারে ছাড়া হলো। কয়েকদিন পরে, নজরুল একজনকে বাজারে পাঠালেন গানটি কেমন চলছে জানার জন্যে। তিনি ফিরে এসে নজরুলকে বললেন-

'কাজীদা, খুব বিক্রি হচ্ছে অদ্ভুত গানদুটো। ক্রেতারা কিনছে আর গাইছে, কলা গাড়ী যায় ভষড় ভষড়...'























মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ ! সত্যিই দারুন রঙ্গ !!

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নজরুলের অজানা ভূবন আমাকেও চমৎকৃত করেছে।

শুভেচ্ছা।

২| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট। উপভোগ্য।

নজরুন মৌলবীদের বলতেন মৌ- লোভী।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এটা তো জানা ছিলো না! অনেক ধন্যবাদ জানানোর জন্যে।

শুভেচ্ছা আদিগন্ত।

৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬

জাহিদ হাসান বলেছেন: :D :D

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.