নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর পৃথিবীই

শাজুশাহজালাল

I am Shahjalal Shaju.I come from Naogaon,Rajshahi. At Present i studied BSC in Software Engineerin।

শাজুশাহজালাল › বিস্তারিত পোস্টঃ

মানুষের জীবন কত অসহায়

১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:২৩

সেদিন সকালে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁট ছিলাম । দেখি রাস্ত পাশে একটা মহিলা শুয়ে আছে। কাছে গিয়ে দেখি উনার বয়স ৬০-৬৫ বছর হবে। তাকে জিঙ্গাসা করলাম , মা আপনি এখানে কেন ????? আপনার কোন সন্তান নেই??? ২-৩ বার প্রশ্ন করার পর যে উত্তর দিল তা শুনে আমি পাথর হয়ে গেলাম । মহিলা বলল, আমার ২ ছেলে। তখন আমি বললাম, তাহলে আপনি এখানে কেন????? উত্তরে মহিলা বলল, ছেলে দুটোই কম্পানি চাকরি করে কিন্তু শশুর বাড়ির লোকজনের সামনে আমাই নিয়ে য়েতে তারা লজ্জা পায়। তাই আমাই তারা রাস্তাই ফেলে চলে গেছে । তারা দুই জন ই শশুর বাড়িতে ঘরজামাই আছে। ছেলে দুটো মাঝে মাঝে আমাই এখানে দেখতে আসে, তাই এখানেই থাকি কোথাও যাইনা। বড় ছেলে গতকাল এসে দেখে গেছে , তার ৩ দিন আগে আমার ছোট খোকা এসে দেখে গেছে।

এ কথা শুনার পর অামার চোখে পানি চলে আসে । আমি চোখ মুছতে মুছতে চলে আসলাম আর মনে মনে ভাবলাম, মানুষের এ জীবন কত অসহায় । আর মানুষ কত বড় মূর্খ । যে মাযের কারনে সে এই পৃথিবীতে আসছে, যে মায়ের ১ ফোটা দুধ না পেলে সে ১ ঘন্টাও বাঁচতোনা আজ সে তার সে মাকেই ভুলে গেছে । হায়রে মানুষ !!!!!! কখনও ভেবে দেখেছেন এমনটা যদি আপনার সন্তান আপনার সাথে করে , তখন আপনি কি ভাবে সইবেন এ নির্মম কষ্ট........????????? :|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.