নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

লাশের সঙ্গে ব্যবসা ---ইউনাইটেড হাসপাতালে ভুলেও কাউকে ভর্তি করবেন না

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮



মোহাম্মদ আসলাম সুস্থ হবার আশায় চিকিৎসা সেবার জন্য ভর্তি হয়ে ছিলেন ঢাকার ইউনাইটেড হাসপাতালে । সুস্থ তিনি হতে পারেননি । মৃত্যুর কোলে ঢলে পরেছেন । কিন্তু তার স্বজনদের হাতে ৩১ লাখ টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । এবং বলা হয়, টাকা পরিশোধ করে হাসপাতাল থেকে লাশ নিয়ে যেতে । পরিবারটি ১২ লাখ টাকা পূর্বেই পরিশোধ করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ ৫১ ঘণ্টা লাশ আটকে রেখে বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করে সেই সঙ্গে তার স্বজনদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে । অযত্নে লাশ ফেলে রাখে মর্গে ।

এ অবস্থায় পরিবারটি দিশেহারা হয় পরে এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদটি প্রকাশ পেলে । হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদ আসলাম স্বজনদের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা নিয়ে ১৫ লাখ টাকা ৫মাসের মধ্যে পরিশোধ করার সর্তে লাশ হস্তান্তর করে ।

এই যদি হয় চিকিৎসা সেবা তা হলে মানুষ যাবে কোথায় ? আমাদের মানবিক গুনগুলো অনেক আগে থেকেই নষ্ট হয়ে যাচ্ছিল । কিন্তু এতোটা নিচে নেমে গেছে তা বোঝা যায়নি । মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য - এ কথাগুলোর এখন আর কোন মূল্য নেই । সবাই ব্যস্ত কি ভাবে কার টাকা কে হাতিয়ে নেবে সেই ধান্ধায় । মানুষ এখন পশুর চেয়েও খারাপ আচরণ করছে । ইউটিউবের একটি ভিডিওতে দেখা যায় , কয়েকটি মাছ পানির অভাবে ছটফট করতে থাকলে একটি কুকুর মাছগুলোকে পানি দিয়ে বাঁচাবার চেষ্টা করছে । আর মানুষ নামের জীবটি মাছগুলোকে না বাঁচিয়ে ভিডিও করে তা নেটে ছাড়ছে ।



ভেবে দেখুন আমরা কোথায় নেমে গেছি । ফিরে আসি আগের প্রসঙ্গে - ইউনাইটেড হাসপাতাল মৃত আসলামকে কি এমন সেবা প্রদান করা হয়েছে যে যার বিল ৩১ লাখ টাকা হবে । এ টাকা ব্যয় করে ভারত কিংবা সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসা যায় । আইনের ফাঁক ফোকর গলে প্রশাসনের নাকের আগায় বসে কয়েকটি হাসপাতাল কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও রহস্য জনক কারণে সরকার এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে । যা সত্যিই বেদনাদায়ক ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

মাইনুল ইসলাম মিলন বলেছেন: সৎ,কঠোর ও বুদ্ধিমান দেশ পরিচালক লাগবে।এইসব রুই মাছের মাথা দিয়ে হবেনা।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

শিশির খান ১৪ বলেছেন: আসলেই সেই পরিবার এর জন্য আমারও খুব কষ্ট হচ্ছে আল্লাহ আসলাম সাহেব কে বেহেস্তে নরিব করুক এবং তার পরিবার এর সবাইকে ধৈর্য ধারন করার শক্তি প্রদান করুক সেই প্রার্থনা করি। আসলে তাদের উচিত ছিলো এরকম পাচ তারকা হাসপাতালে না জায়া অন্য কোনো সরকারী বা প্রাইভেট হাসপাতালে যাওয়া যে খানে হাজার হাজার সাধারণ মানুষ চিকিত্সা নিচ্ছে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

ঢাকাবাসী বলেছেন: ঢাকার বড় হাসপাতালগুলো সব পিশাচের দল। দৈনিক কোটি কোটি টাকা মুনাফা! সেটা এভাবেই তো করতে হবে!

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

আশমএরশাদ বলেছেন: ভাই আপনি কি ইউনাইটেড এ গিয়েছিলেন?
আপনি কি জানেন ইউনাইটেড এ কত জীবন্ত লাশ হাসিমাখা মানুষ হয়ে ঘরে ফিরেছে?
হার্টের অুসখ হোক তারপর দেখবনে কোথায় ভর্তি হোন।
বাংলাদেশে এখন যদি হার্টের সেরা হাসপাতাল বলা হয় তাহলে ইউনাইটেডকে বলতে হবে।

আমি ভিবিন্ন সময় সে হাসপাতালে আমার আত্মীয় স্বজনকে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা সেবা পরিসেবা পেয়েছি। বিশেষ করে হার্টের চিকিৎসার জন্য অনবদ্য।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

আঁধার রাত বলেছেন: ইউনাইটেড হাসপাতাল তাদের দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই বরং তারা একাই সেখানে গিয়েছিল। এই ঢাকা শহরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সোওরোয়াদি হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল রয়েছে। সেগুলোতে না গিয়ে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকার পাঁচতারকা হাসপাতালে কেন গেল? সরকারী এ সব হাসপাতালে বস্তির লোকের চিকিৎসা হয় বলে?
তারা তো ব্যবসা করতে এসেছে। মুদি দোকানের সাথে তুলনা করেন। আপনি একটা মহল্লায় ভাড়া থাকেন। একটা মুদি দোকানে আপনি বাকী জিনিস পত্র কেনেন। আপনি বাসা ছেড়ে চলে যাচ্ছেন বাকীর টাকা না দিয়ে। আপনারে পাবো কোথাই

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কতো সহজেই মানুষের জীবন নিয়ে একটি উদাহরণ দিয়ে দিলেন, মানবিক বলে কিছু একটা রয়েছে - সে বিষয়টা এই হাসপাতাল কর্তৃপক্ষের নেই । যদিও মৃত ব্যক্তির স্বজনরা বলেছিল তারা খুব দ্রুতই সকল টাকা পরিশোধ করে দিবে । তারপর ও লাশ আটকে রাখা মস্ত অন্যায় । এসব হাসপাতালের টার্গেট হচ্ছে উচ্চ মধ্যবিত্তরা । কেননা এরা বেশি প্রশ্ন করে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.