নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আল-মাহমুদ সকল কিছুর উধ্ধে বলেই মনে হয় মুক্তিযোদ্ধা আর জামাতের মধ্যে পার্থক্য করেননি

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

কবিদের কোন জাত পাত থাকা উচিত নয় ।
কবিদের মধ্যে কোন সম্প্রদায়ের প্রতি বেশি প্রীতি বা ঘেন্না ও কাম্য নয় । কবির সকলকে মানুষ হিসাবেই বিবেচনা করা উচিত । একজন কবি যেমন একজন পুণ্যবান মানুষকে ভালবাসবেন ঠিক তেমনি একজন পাপীকেও ভালবাসবেন । কবির কাছে সকলের সমান হওয়া উচিত । কবি আল মাহমুদ হাসপাতালে ভর্তি হয়ে আছেন । তিনি যখন বছর তিনেক আগে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামাত কর্তৃক সম্বর্ধনা নিয়েছিলেন তখন খুব খারাপ লেগেছে । হয়তো দু;চার লাইন ব্লগ ও লিখে ছিলাম । কিন্তু এখন কবির প্রতি কোন রাগ হচ্ছে না ।

রবীন্দ্র নাথ লিখেছেন :

আমার চোখে তো সকলি শোভন,
সকলি নবীন, সকলি বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল - সকলি আমারি মতো ।
তারা কেবলি হাসে, কেবলি গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়-
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।

কবি আল মাহমুদ একজন উঁচু মন মানসিকতার কবি । দেশের চাটুকার কবি সংখ্যা অনেক । স্বার্থের জন্য তারা একে ওকে ভালবাসে আবার ঘেন্না করে । কিন্তু আল-মাহমুদ সকল কিছুর উধ্ধে বলেই মনে হয়তো মুক্তিযোদ্ধা আর জামাতের মধ্যে পার্থক্য করেনি । একজন সাধারণ মানুষের কাছে ব্যাপার ভিন্ন হলেও কবির কাছে ভিন্ন নয় । বেচে থাকুন কবি । আপনার দীর্ঘায়ু কামনা করছি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

যোগী বলেছেন:
তাইতো কবি আল-মাহমুদ পাকিস্থান আর্মিদের ভালোবেসে ফুলের তোড়া হাতে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল =p~

এইসব হরিদাশ পালদের আর কিছু বলতে ইচ্ছা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.