নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকেও কি মাত্র ২০জন প্রবেশ করার পর তালা ঝুলিয়ে দেওয়া হবে?

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

ব্যাংকেও কি মাত্র ২০জন প্রবেশ করবে? নাকি যেই লাউ সেই কদু?

করোনা সংক্রামনের সবচেয়ে সহজ জায়গা হচ্ছে, মার্কেট, বাজার আর ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ব্যাংকগুলো খোলা থাকবে। অথচ দেশের ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই,এ কদিন ব্যাংকগুলোতে উপচে পরা ভিড় ছিলো। তাতে করোনাও ছড়িয়েছে ইচ্ছে মতো।

নতুন প্রজ্ঞাপনে সেই ব্যাংকই খুলে দেওয়া হলো। ব্যাংক খোলা তো সব কিছু খোলা। তাহলে এই নাটকের কি দরকার ছিলো? লক ডাউনে না গেলেই তো হতো। তাতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমতো। বেড়ে যাওয়া দ্রব্যের দামও তাতে কিছুট কম থাকতো।

কইলে কইবেন আমি খারাপ,ব্যাংক খোলা থাকলে যদি হাজার মানুষ প্রবেশ করতে পারে, তাহলে মসজিদে কেন জায়গা থাকার পরেও ২০ জনের বেশি প্রবেশ করতে পারবে না? ব্যাংকেও কি মাত্র ২০জন প্রবেশ করার পর তালা ঝুলিয়ে দেওয়া হবে? নাকি ব্যাংকে করোনা ছড়ায় না, শুধু মসজিদ থেকেই ছড়ায়? সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে বিশ্বের সব দেশ কঠোর থেকে কঠোর লক ডাউনে থেকেও বাচতে পারছে না। যেখানে করোনার প্রভাব কমলেই,হাসপাতাল ঘায়েব হয়ে যায়।

কেউ কাউরে মানে না, কারো উপরে কারো নিয়ন্ত্রণ নেই। এক পাটি সকালে ডান বললে,অন্য পার্টি বিকালে সেটাকে বাম বানিয়ে প্রজ্ঞাপন জারি করিয়ে মুচকি হাসে, দেখলি আমার পাওয়ার? অবস্থা এমন যে, কুকুর লেজ নাড়ায় না লেজই এখন কুকুর নাড়াচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

সভ্য বলেছেন: ভালো লিখেছেন। তবে আমাদের কে আরও ধ্যের্ষ ধরতে হবে।

২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকজন ভদ্র না। এদেরকে কোনো ভাবেই নিয়মের মধ্যে আনা যাচ্ছে না।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কই মসজিদে তো কেউ বিধিনিষেধ
মানছেনা। আজ তারাবীতে প্রায় ২০০০
জন নামাজ পড়লাম। দোতলা তিনতলাতেও
নামাজীদের ঢল !!

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৭

পলাতক মুর্গ বলেছেন: কঠোর লকডাউন
মুভমেন্ট-পাশ এপস এর সার্ভার পর্যন্ত ডাউন

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: তুঘলকি আইন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.