নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহিন আলম শাকিল

শাহিন আলম শাকিল › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন প্রশ্ন করেন

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫



প্রশ্ন করার দ্বারাই, করা হলো প্রশ্ন, "মানুষ কেন প্রশ্ন করেন"। একবার দেখে নেয়া যাক, কেন "প্রশ্ন" করা হয়।

বিভিন্ন উদ্দেশ্যেই করা হয় প্রশ্ন ।

১। জানার কৌতুহল থেকে, করা হতে পারে, প্রশ্ন।

২। জানা থাকা সত্বেও, অন্যরা জানেন কি না, সেটা জানতেই করা হতে পারে, প্রশ্ন।

৩। জানা বিষয়ে, নিজের সংশয় দূরীভূত করার জন্য, করা হতে পারে প্রশ্ন।

৪। নিছক মজা করার উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

৫। কোনো বিশেষ বার্তা প্রচারণার উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

৬। বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে, প্রশ্ন।

৭। অন্যকে আহত করার উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

৮।প্রশ্নের মাধ্যমে, নিজেকে প্রকাশিত করার উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

৯। মিত্রতা বা বৈরীতা সৃষ্টির উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

১০।সমাজের কল্যাণের উদ্দেশ্যেই, করা হতে পারে, প্রশ্ন।

১১।সমাজে জাতি,ধর্মে ভেদাভেদ সৃষ্টি তথা হিংসার বিষ ছড়িয়ে দেয়ার জন্য, করা হতে পারে, প্রশ্ন।

১২।উত্তরদাতার সৃজনশীলতা সৃষ্টির উদ্দেশ্যে, করা হতে পারে, প্রশ্ন।

একটি প্রশ্নের একক বা বহুমুখী উদ্দেশ্য থাকতে পারে। প্রশ্নের অভিমুখ, সমাজের হিতে বা বিপরীতে হতে পারে।

"Query বাংলা"র জীবনরেখাই "প্রশ্ন"। প্রশ্ন করা হয় বলেই, বিস্তৃত হয়ে উঠে জানার বা জ্ঞানের ক্ষেত্র। মানুষ জানেন, প্রশ্নের অসীম ক্ষমতা। তাই, মানুষ প্রশ্ন করেন। সে ক্ষমতার সদ্ব্যবহার বা অপব্যবহার ? নির্ভর করবে, সে মানুষের উপর, যে মানুষ, প্রশ্ন করতে জানেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.