নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেমায়েতজগতে স্বাগতম

আমি একটা জটিল বিষয়

ব্ল্যাক স্পাইডার

আমি একটা জটিল বিষয়

ব্ল্যাক স্পাইডার › বিস্তারিত পোস্টঃ

বাল পাইছি,বাল ছিড়ার লাইগা দেশ স্বাধীন করছিলাম

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩০



আজকে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম।রিকশা করে যাচ্ছিলাম সাহেব বাজার।আমার কোনো কাজ ছিল না।বন্ধু তাফসীর হক এর সাথে যাচ্ছিলাম।তো তাফসীরের একটা অভ্যাস হচ্ছে ,কথা বলা ছাড়া থাকতে পারেনা।ক্লাস টেস্ট খারাপ হওয়াতে আমার মন মেজাজ খারাপ ছিল।ও রিকশাওয়ালার সাথেই গপ্পো জমায়া ফেল্ল।অপরিচিত মানুষের সাথে কথা কইতে আমার এমনিতেই ভালো লাগেনা।তার ওপর রিকশাওয়ালা।লাই দিলে মাথায় উঠব ভাইবা চুপ করে রইলাম।কিন্তু তাফুর আর থামার নাম নাই।প্যাচাল পাড়তেই আসে। কথায় কথায় জানতে পারলাম উনার বাড়ি জামালপুর।নদীভাঙ্গনে ঘরবাড়ি সব গেছে।আর যে জিনিসটা শুনে আশ্চর্য হলাম তা হচ্ছে,উনি একজন মুক্তিযোদ্ধা।মহান দেশপ্রেমিক তাফসির জানতে চাইল দেশ স্বাধীন করে কি পাইলেন?রিকশাওয়ালার জবাব শুনে আমি তো শেষ।উনার সোজা উত্তর"বাল পাইছি।বাল ছিড়ার লাইগা দেশ স্বাধীন করছিলাম।চোখের সামনে আপন চাচা মরসে।যুদ্ধে গেসিলাম নতুন একটা দেশ পাওনের লাইগা।কিন্তু যা ছিল,তাই আছে।পাকিস্তানিগর জায়গায় এখন নিজের ভাইয়েরা মারতাসে।"এই কথা শোনার পর আর কিছু বলার থাকে না।আসলেই তো আমাদের দেশের মুক্তিযদ্ধাদের জন্য আরা কি করছি??ফেইসবুকে স্ট্যাটাস দিসি,ব্লগে লেইখা তুফানরেও হার মানাইসি,কিন্তু মুক্তিযোদ্ধাগর লাইগা কিছুই করি নাই।কিছু যদি নাই করতে পারি,অন্তত প্রত্যেক মুক্তিযোদ্ধারে ফেইসবুকে আর ব্লগে একটা কইরা আইডি খুইলা দেয়া যাইতে পারে।আমগর লেখালেখি দেইখা উনারা কিছুটা হইলেও শান্তি পাবেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটি আমাদের জাতির শত বার্থতার একটি... কখনো কখনো সবথেকে বড় ব্যর্থতা.... আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন.... আমার কিছু বলার নেই, খুবই দুক্ষজনক...

২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৫

রিফাত হোসেন বলেছেন: লোল ।


দেশের স্বাধীনতার ডাকের নায়কের মেয়েই কিন্তু দেশকে আদর করছে এখন আর সাথে আরেকজনের স্ত্রী , তিনিও আদর করছে !!

আর আগে অতি ইসলামীরা আদর করেছিল পাকিদের নিয়ে ,তারা আজও বহাল তবিয়তে দেশকে আদর করেই যাচ্ছে !

আর আমরা আম মানুষ আদর খাচ্ছি মনের সুখে !


উফ এত সুখ............ রাখি কোম্মে ?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২

শার্লক বলেছেন: বাল পাইছি।বাল ছিড়ার লাইগা দেশ স্বাধীন করছিলাম।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৭

মুশাসি বলেছেন: বাঙ্গালীর প্রাপ্তির খাতাটাতে লেখাজোকা হয় খুব কম। পরিস্কার সাদা খাতা হাতে এইসব আক্ষেপ করা ছাড়া উপায় থাকে না।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি কথা একে বারে সত্যি ভাই
যে কারনে স্বাধীনতা তা দেখছি ই বিশ্বজিৎ মরে চোখের সামনে,সখিনা রা পুড়ে মরে কি না পাইছে ঐ বেটা পাইছে আমরা সাহেব রা ওনার কাধে চড়ি আর বলি এই মামু ঐ মোড়ে যা এর চেয়ে আর কি চাই!!!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৬

নিশ্চুপ শরিফ বলেছেন: ভাই মুক্তিযুদ্ধারা দেশ স্বাধীন করার জন্য নয় মাস টানা বেতন পাইছে। তাদের বেতন দিছে যারা ওপারে জুদ্ধের সময় ছিল। তাই বলতে হয় মুক্তিযোদ্ধারা যেহেতু টাকা নিয়া যুদ্ধ করছে তাই তারা জা পাবার পাইয়া গেছে। যারা ওপারে গিয়া টাকা দিছে তারাই মুলত আসল সৈনিক। এবং তারাই ক্ষমতায়। দেশের মালিক।

দাঁড়ান। আমাকে ছাগু দেবার আগে বলি এই কথা গুলো আমার না। অমি রহমান পিয়ালের। জিনি সাজেদা খাতুন দেশকে তাদের নিজেদের সমপত্তি দাবি করায় অমি পিয়াল এই কথা গুলার মত কথা বলছে। সুতরাং মুক্তিযদ্ধাদের এত সম্মান আর শ্রদ্ধা করার কিছু নেই।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩২

ভোলা বাবা বলেছেন: শার্লক বলেছেন: বাল পাইছি।বাল ছিড়ার লাইগা দেশ স্বাধীন করছিলাম।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

আহসান হাবিব হীমূ বলেছেন: কালকে আব্বারে জিগাইলাম আব্বা আজকে তোমার যুদ্ধের কাহিনী কও । বিজয় দিবসে তোমার গলায় রেকর্ড কইরা রাখি। আব্বার ছোট উত্তর তর বাপের মুক্তিযুদ্ধের রেকর্ড ই সরকারের খাতায় দিতে জাইনাই রাখ তর গপ্পের রেকর্ড ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩২

তামিম ইবনে আমান বলেছেন:
বাল ছিড়ার লাইগা স্বাধীন কর্সে। ভোট দেয়ার সময় টের পায় নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.