নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার পড়া বই নিয়ে কিছু কথা

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০




হাতের কছে বই দেখলে সেটার পাতা উল্টেপাল্টে দেখা এক বদ অভ্যাস আমার। আর ভাল ভাল বইএর কথা শুনলে পড়ার লোভ হয়। কখন এ গুলো পড়ব । অগাস্ট ২০১৯ থেকে অগাস্ট ২০২০ আমার জীবনের অন্ধকার এক বছর। এ বছর আমার স্কুল আমাকে জোর করে মানুষিক অসুস্থ প্রমাণ কারার চেষ্টা করে। যার ফলে আমি পারিবারিক, স্কুল সব মিলিয়ে সত্তসত্তই কিছুতা অসুস্থ হয়ে পরি। তবু এ সময়ে সামুর কল্যাণে কয়েকজন গুনি মানুষের সাথে পরিচয় হয় আবার কয়েকটা বইও পড়া হয়। বই গুলো নিয়ে কিছু লেখার দুঃসাহস করছি। বইগুলো হল-
১। জীবনের জার্নাল - কর্ণেল খাইরুল আহসান(অবঃ)
২। বায়স্কোপ-কাওসার চৌধুরী
৩।একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম
৪।শ্রেষ্ঠ উপন্যাস - আহমদ ছফা
৫। কালপুরুষ-সমরেশ মজুমদার
৬।পথের দাবী -শরৎচন্দ্র চট্টপাদ্ধায়

শ্রেষ্ঠ উপন্যাস- এখানে আটটি উপন্যাস রয়েছে। উপন্যাস গুলো হল -

১।পুস্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ- উপন্যাস এ লেখক কীভাবে উনার বাসায় এক পাখিকে পোষ মানান, পরে বন্ধন মুক্ত হয়ে উনার ছাদে কীভাবে নিয়মিত আসে, কীভাবে তার গায়ের রঙ পরিবর্তন হয়ে স্বজাতির সাথে আবার মিশে যায়, সেসব নিয়ে লেখকের মনের ব্যাকুলতা।
সামান্ন কয়েকটা বেগুন গাছের চারা লাগাতে তাদের পরিচরচা করতে করতে পুর একটা সবজি বাগান করা।

২। অলাতচক্র - এ উপন্যাস মুক্তযুদ্ধ নির্ভর । নারী চরিত্র প্রধান। এখানে এপার বাংলা- অপার বাংলা কীভাবে এক হয়ে লেখক, শিল্পীরা কাজ করত তার কাহিনী পাবেন। আমি এর বেশি কিছু লেখার সাহস পাচ্ছিনা।

৩। সূয তুমি সাথী- এটাও নারী প্রধান ।

৪। গাভী বিত্তান্ত- এক গাভীর গোয়ালঘর করতে ভিসি কি করেন? অতঃপর গোয়ালঘর থেকে ভার্সিটির সকল কাজ করা।

৫। যদ্দপি আমার গুরু-লেখক আহমদ ছফা উনার প্রিয় শিক্ষক অধ্যাপক আবদুর রাজ্জাক এর নিয়ে সৃতি চরন করেছেন।

৬। ওঙ্কার -মুক্তিযুদ্ধে এক বাক প্রতিবন্ধি নারীর জয়বাংলা বলার আপ্রাণ চেষ্টা করা, অতঃপর বলতে পারা।

৭। মরণবিলাস -এক মন্ত্রী তার নিজের জীবনী হসপিটালে তার অ্যাসিস্ট্যান্ট কে বয়ান করে। বয়ানে উঠে আসে স্কুল লাইফ এ তার টিচার কে আগুনে পুরে মারাসহ মারাত্মক সব কাহিনী।

৮ । অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী -কয়েকটা নারী চরিত্র এক লেখককে ঘিরে।এখানে লেখক বলেছেন- কুকুর মানুষ কামড়ালে সংবাদ হয় না মানুষ যখন কুকুরকে কামরায় সেটাই সংবাদের বিষয়বস্তু হওয়ার মর্যাদা অর্জন করে।

জীবনের জার্নাল- বইটা লেখকের জীবনের একটা অংশ। বইটা পড়ে আমার ভাল লেগেছে। পাঠক ক্যাডেট কলেজ সম্পর্কে জানতে পারবে। বইয়ে লেখকের টিচারদের সম্পর্কে আলোচনা ভালালাগবে। আশাকরি লেখকের জীবনের জার্নাল -২ অথবা অন্য নামে আরেকটি বই পাব।

বায়স্কোপ বইটিতে ১১ টি ছোট গল্প রয়েছে। প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন স্বাদ। আমার ভাল লেগেছে , আপনারও ভাল লাগবে আশাকরি। গল্প গুলো- ধুমকেত, নিহঙ্গু অ্যাই রক্কু, টগরের হোমওয়ার্ক, রঙিন ফানুস, তিন চাকার চক্র, ফেমেলি ট্যুর ,সোনার হরিণ, বায়স্কোপ, সেকেলে, হাকালুকি পাড়ের নেয়ামত হোসেন, লাভ জিহাদ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ভালো কিছু বই পড়েছেন নিঃসন্দেহে। বই গুলি পড়ার জন্য কেউ কি পরামর্শ দিয়েছিল না কি নিজে বেছে নিয়েছিলেন?

১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর । নিজের পছন্দ । আপনি সাড়ে চুয়াত্তর নিক কেন নিয়েছেন।

২| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাড়ে চুয়াত্তর আমার একটি প্রিয় ভারতীয় বাংলা কমেডি সিনেমা। ১৯৫৩ সালে এটি মুক্তি পায়। সুচিত্রা সেন এই সিনেমাতেই সকলের দৃষ্টি কাড়েন। ওনার বিপরীতে ছিলেন মহানায়ক উত্তম কুমার। এছাড়া ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়।

১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

দয়িতা সরকার বলেছেন: জানা ছিল না। ইউটিউব এ পাওয়া যাবে? সময় করে দেখব।

৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

আমি সাজিদ বলেছেন: দয়িতা, আপনার পড়া জীবনের জার্নাল বইটি কি আমাদের সহব্লগার খাইরুল আহসান সাহেবের রচিত? জানাবেন

বেশ অনেকগুলো ভালো ভালো বই পড়েছেন। অভিনন্দন।

১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ । হ্যাঁ, আমাদের সুপ্রিয় ব্লগার খাইরুল আহসান স্যার এর।

৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সুবিধার জন্য সাড়ে চুয়াত্তর সিনেমার ইউটিউব লিঙ্ক নীচে দিলাম;

সাড়ে চুয়াত্তর সিনেমা

৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: বই নিয়ে যে কোনো রকমের পোস্ট পড়তে আমার ভালো লাগে।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৫

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া। ভাল থাকুন।

৬| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: বই পড়া ভালো অভ্যাস ।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯

দয়িতা সরকার বলেছেন: বই পড়া ভালো অভ্যাস । সত্যই তাই। বই প্রকৃত বন্ধ। সবাই ছেড়ে যায়, বই সারাজীবন থেকে যায়। ভাল থাকুন।

৭| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার পঠিত বই এর তালিকার প্রথমেই আমার নিজের লেখা একটি বই এর নাম দেখে অতিশয় আনন্দিত হ'লাম। আপনি বইটি ক্রয় করে পড়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা....

১২ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৭

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ স্যার। আমিও টিচার। আপনার টিচারদের সাথে আমার অনেক মিল আছে। ভাববেন নিজের ঢোল নিজে পিটাই । কিন্তু না। আমার ক্লাস এ লাস্ট বেঞ্চ এর স্টুডেন্ট পর্যন্ত বাদ পরেনা। ভাল থাকুন। আপনার অন্য দুইটা কবিতার বইও পড়া হয়েছে।

৮| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১১

নীল আকাশ বলেছেন: আমার দুইজন পছন্দের ব্লগার খায়রুল ভাই এবং কাওসার ভাইয়ের বই পড়ার জন্য অভিনন্দন আপনাকে।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৬

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আপনিও পড়ে দেখতে পারেন, ভাল লাগবে।

৯| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

নীল আকাশ বলেছেন: কাওসার ভাই আমার খুব পরিচিত এবং অত্যন্ত কাছের মানুষ। উনার হাত থেকেই এই বইটা নিয়েছি আমি।
২০২০ বইমেলায় আমারও একটা বই বের হয়েছিল। সুযোগ পেলে পড়ে দেখবেন।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২২

দয়িতা সরকার বলেছেন: বইটার নাম কী ? কী ধরনের ?

১০| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: 'শবনম' - বইমেলা ২০২০'তে আমার প্রথম প্রকাশিত বই
এখানেই সব তথ্য পাবেন। ইচ্ছে করলে শবনমের একটা বা দুইটা গল্প ব্লগেও পড়তে পারেন। আমার ব্লগ বাড়িতেই আছে। বেশ কিছুদিন আগে ব্লগে দিয়েছিলাম।
ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

দয়িতা সরকার বলেছেন: ব্লগে জাহিদ অনিক শবনম নিয়ে একটা রিভিউ দিয়েছিলেন। সেটা কী আপনার শবনম ?

১১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৫

নীল আকাশ বলেছেন: ব্লগে অনেকেই আমার শবনম নিয়ে রিভিঊ দিয়েছিলেন। জাহিদ ভাই দিয়েছিলেন নাকি ঠিক মনে করতে পারছি না। লিংকটা দিলে দেখে বলতে পারবো। আমার নাম হলোঃ মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ। নীচে বইয়ের প্রচ্ছদ দেয়া হলো। সামুর মডারেটর শ্রদ্ধেয় জাদিদ ভাই আমার বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.