নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

ধর্ম আগে না পরিবার আগে

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৩

বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোন দেশ সম্পর্কেই আমার কোন ধারনা নেই। বিবিসিতে জানতে পাকিস্থানে অনার কিলিং হয়।
ইন্ডিয়ার
ক্রাইম পেট্রোল নামে এক প্রোগ্রামে অনার কিলিং হয় দেখায়। সেখানে নিজ মা মেয়েকে মেরে ফেলে ধর্মের জন্য।
বাংলাদেশ এ অনার কিলিং হয় এ ধরনের নিউজ আমার চোখে পড়েনি। এ ধরনের নিউজ প্রচার করতে আমাদের মিডিয়ার ব্যরথতা? না কি জেনে শুনে এরিয়ে চলা?
আমাদের বাবা বাড়ির পরিবার, আরও অনেক পরিবার শেষ হয়ে যাচ্ছে শুধু মাত্র ধর্মের জন্য। এর জন্য দায়ী কে?
বিষ, গলায় রশি ঝুলিয়ে, কাওকে দিয়ে খুন করিয়ে মেরে ফেলুক। কিন্তু এরা তা না করে সমাজের যতো নিকৃষ্ট কাজ তা আমাদের দিয়ে করাতে চায়। যেমনঃ ট্রাফিকারদের হাতে দিয়ে টাকা নেওয়া, নিজেদের বাড়ীর বুয়া করে রাখা আরও না জানা সমাজের ভয়ংকর কাজের সাথে সম্পিক্ত করতে চাওয়া। আমার সাথে করা কিছু কথা বলি-
১। আমাকে রাজাকার বলা
২। আমাকে রহিংগা বলে ডাকা
৩। অটিস্টিক বলা
৪। প্রতিবন্ধি বলা
৫। ইহুদি বলা
৬। বিভিন্ন সাইন দেখান(মূর্খ থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত। সেক্সুয়াল বুলিং)
৭।আল্লাহু আকবর বলা
৮। হিজড়া বলা
৯। মেরে শরীরের অর্গান বিক্রি করা







মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০০

Abida-আবিদা বলেছেন: ভারতে এমনকি পাকিস্তানেও অনার কিলিং হয়। তবে এর সাথে সবসময় ধর্ম জড়িত নয়। সমাজের মানুষ নিজের ইগো, প্রতিপত্তি ধরে রাখতে উগ্রতা থেকেও এই ধরণের হত্যাকাণ্ড করে থাকে।

সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল। মানুষ অহরহ আটকে পরে এই জালের মধ্যে।

সৃষ্টিকর্তা ও ধর্ম গভীরভাবে না জানার বিপত্তি অনেক। ফলে মরতে হয় কাউকে কাউকে।

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১০

দয়িতা সরকার বলেছেন: একজন দুজন হলে সেটা মেনে নেওয়া যায়। যুগ যুগ ধরে চললে সেটা মেনে নেওয়া যায় না।

২| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭

বিটপি বলেছেন: কিলিংয়ের সাথে ধর্ম কিভাবে জড়িত থাকতে পারে? ধর্মে কোথাও বলা আছে, কোথাও পূজা হতে দেখলে মূর্তি ভেঙ্গে ফেল অথবা কুরানের অবমাননা কেউ করলে তাকে হত্যা কর? কোথাও নেই।

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮

দয়িতা সরকার বলেছেন: অপ্রাসঙ্গিক কথা বলতে আমার ব্লগ এ আসবেন না।

৩| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২

বিটপি বলেছেন: আপনার চেহারা দেখে আমি ব্লগে আসিনি - শিরোনাম দেখে এসেছি। ভাবলাম একটা মতামত দিয়ে যাই, তাই দিয়ে গেলাম। আপনি অনার কিলিং নিয়ে প্রশ্ন করেছেন, আমি আমার মতামত কিলিং নিয়ে দিলাম। এখানে অপ্রাসঙ্গিক কি বললাম? এসেছি যখন আরেকটা উত্তর দিয়ে যাই

ধর্ম আগে না পরিবার আগে - এটা নির্ভর করে কে কোনটাকে বেশি গুরুত্ব দেয় - সেটার উপর। তবে এটা বলি যে ধর্মের জন্য কোন পরিবার কখনোই শেষ হয়না। শেষ হয় ধর্ম না মানার জন্য। আপনার পরিবার যদি আপনার উপর কোন অন্যায় করে থাকে, ধর্ম তার জন্য কোনভাবেই দায়ী হবেনা। হয় আপনার দোষ, নয়তো পরিবারের।

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৬

দয়িতা সরকার বলেছেন: ব্লগে আমি চেহারা দেখাতে আসিনি। আমি প্রায় ১২ বছর হোল ব্লগে।
আমার দাদার পরিবার আমাদের কখনো ধর্ম নিয়ে কথা বলেনি। আমার মায়ের পরিবার কি সেটা আমি বলেছি?
আমি আমার দাদার পরিবারকে দেখেছি, মায়ের পরিবারকে দেখেছি। আমি কখনই জানিনি মায়ের পরিবার আমার দাদার পরিবারের ধর্ম থেকে আলাদা। তারা বাংলাদেশ জন্মের আগে থেকে ষড়যন্ত্রের শিকার।

৪| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৩

বিটপি বলেছেন: আপনার বাবা কি সনাতন পরিবারের সন্তান? উনি কি বিবাহের জন্য ধর্ম পরিবর্তন করেছেন? ধর্ম পরিবর্তন না করেও আমাদের দেশে আন্তধর্ম বিবাহ প্রচলিত আছে, কিন্তু তার কোন আইনী স্বীকৃতি নেই।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০১

দয়িতা সরকার বলেছেন: বলেছেন: আমার দাদার পরিবার সনাতন ধর্মের সাথে এক সাথে বাসবাস ছিল। মায়ের পরিবার তেমন না। আমি আমার নিজ ধর্ম ইসলাম এতটুকুই জানতাম। ধর্মের মধ্যে যে আরও ধর্ম আছে সেটা জানতাম না। প্রায় ২ বছর আগে জানলাম আমরা কি ? মায়ের পরিবার কি?

৫| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সবার আগে পরিবার। ধর্মকে দূরে রাখাই উত্তম।

২২ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

দয়িতা সরকার বলেছেন: ধর্ম ও আধিপত্য বিস্তারের জন্য মানুষকে খুন, বিভিন্ন অপবাদ দিয়ে মেরে ফেলা ঠিক না। যদি কাউকে নিজের অনুসারী বানাতে চায়, সেটা হতে হবে তাদের আচার-আচরন দিয়ে।

৬| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৩

রানার ব্লগ বলেছেন: মানুষ আগে তারপর পরিবার তারপরে অনুশাষন !!!!

২২ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

দয়িতা সরকার বলেছেন: সব কিছু আগে নিজের পরিবার থেকেই শুরু করতে হবে। আমাদের পরিবারে যেটা ঘটেছে সেটাও মায়ের দিক থেকে। তাদের ভুল তারা কি তা আমাদের বুজতে দেয়নি। যদি আমাদের উপর তাদের ব্যক্তিগত শত্রুতা থাকত , সেটা যুগ যুগ ধরে চলত না। তারা যে রাজনীতি করে সেটা বুঝুন।

৭| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৯

জ্যাকেল বলেছেন: এইটা কোন প্রশ্ন হইতে পারে না। ধর্ম/পরিবার এইসব আগে পরে হবে কেন? কোন প্রকার কনফ্লিক্ট হইলে নৈতিকতার বিষয়ে হইতে পারে যেখানে নীতি নাকি পারিবারিক স্বার্থ নাকি পরকালীন স্বার্থ কোনটা প্রাধান্য পাবে; তখন প্রশ্নটা ইন্টারেস্টিং হইবে।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭

দয়িতা সরকার বলেছেন: ১। এইটা কোন প্রশ্ন হইতে পারে না। ধর্ম/পরিবার এইসব আগে পরে হবে কেন?
আমার মতে পরিবারকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তাদের (পরিবারের সদস্যদের) নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে।
২।পারিবারিক স্বার্থ নাকি পরকালীন স্বার্থ কোনটা প্রাধান্য পাবে; তখন প্রশ্নটা ইন্টারেস্টিং হইবে।
পারিবারিক স্বার্থ যদি ত্যাগ করতে না পারেন পরকালীন স্বার্থ কীভাবে আসবে।

********** ধর্ম নিয়ে আমার কোন গবেষণা নেই। আপনারা বলে দিন কোন ধর্মে আছে যে শ্বশুর বাড়ি ও তাদের পারিবারের সদস্যদের, প্রতিবেশিদের কষ্ট দিয়ে শেষ করে দেয়। ইসলাম ধর্মে প্রতিবেশীকে কষ্ট দেওয়া নিশেদ। নিজ স্বামী, সন্তানদের বিভিন্ন ভাবে নির্যাতন করার বিধান আছে?

৮| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্মই আমাদের খাওয়ায় পরায় বাচিয়ে রাখে।ধর্ম ছাড়া মানুষের বেছে থাকাই সম্ভব না।মাসের শেষে দুটু পয়সা আসে ধর্মের কারনে।তাইতো আমরা ধর্মকে মাথায় তুলে নাচি।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৬

দয়িতা সরকার বলেছেন: ১। ধর্মই আমাদের খাওয়ায় পড়ায় বাচিয়ে রাখে।
ইসলাম ধর্ম মতে আমি যতোটুকু জানি, ধর্মের অনুশাসন মেনে কাজের সন্ধান করার বিধান আছে।
অন্য অন্য ধর্মেরও ঠিক তাইই আছে।
২।মাসের শেষে দুটু পয়সা আসে ধর্মের কারনে।তাইতো আমরা ধর্মকে মাথায় তুলে নাচি।
আমার মায়ের পরিবারে বিভিন্ন ডাল-পালার অবস্থা আগে তেমন ভাল ছিল না। কয়েক দশক হোল তাদের অবস্থা পরিবর্তন হয়েছে। আমার মায়ের ছোট খালা, সেখানে আমাকে উদ্দেশ্য পরিনিতভাবে তিন বছর রাখা হয়েছিল। তাদের আমি নিজ থেকে দেখেছি, তারা ধর্মের অনুশাসন, নীতি-নৈতিকতা কততুকু মানে। তার কাছেই আমি অনেক পরিবার সম্পর্কে জানি, যে সব পরিবার
শুধুই বিভিন্ন জাল হাদিস, বিভিন্ন গরীব অসহায় মানুষকে (যাদের মূলত আয় নেই),তাদের দিয়ে বাড়িতে,বাড়িতে, বাসায় বাসায় ধর্ম নিয়ে পরে থাকে। এক শ্রেণির টাকা ওয়ালা(অনেক সময় তারা সবার কাছ থেকে যার যার সামর্থ্য অনুসারে চাঁদা তুলে)।
৩।ধর্ম ছাড়া মানুষের বেছে থাকাই সম্ভব না। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনি আপনার সৃষ্কর্তা কে কীভাবে বিশ্বাস করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.