![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বরাবরই একজন অতি সাধারণ। বর্তমান শিক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন নিয়ে আসছে তার বিরোধী আমি নই। কারিকুলাম নিয়ে কোনো পড়ালেখাও নেই। আমার চারপাশের পরিবেশ, পরিবার, সমাজ থেকে যা দেখেছি তা থেকেই কিছু বোঝার, জানার চেষ্টা করি। যদিও আমার কখনোই কোনো মানুষ বা পরিবারের প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই। আমি এখন শুধুই একজন টিচার নই, একজন মা, একজনের বিবাহিত স্ত্রী। আমি যেমন স্কুল এর বাচ্চাদের নিয়ে ভাবি, তেমনি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়েও ভাবি। একজন বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়া যেমন পরিবারের দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রেও তার চেয়ে বেশি দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। আমাদের দেশে শিক্ষাটা এখনও পরিবার কেন্দ্রিক। অভিভাবকরা বাচ্চা জন্মের পর থেকেই চিন্তা করেন কোন স্কুলে বাচ্চাকে দেবেন? সেখানে খরচ কেমন? টিচার কেমন? সর্বোপরি কোথায় দিলে সামাজিক ভাবে একটা গর্ব অনুভব করবেন? সেখানেই যান। এটা দোষের কিছু নই। আবার দোষেরও। অনেক অভিভাবক রয়েছেন যাদের আয় বৈধ নয়। উনারা বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে অসৎ পথ বেছে নেন। রাষ্ট্র যেখানে নাগরিকদের আয়- ব্যয়ের হিসাব রাখতে পারে না, সেখানে শিক্ষার সাথে যে রাজনীতি চলছে, সেটা আর নতুন কী? আমার কিছু প্রশ্ন -
১। SSC, HSCএর পরীক্ষা, ফলাফল এক বছরেরটা অন্য বছরে পাই যার ফলে উচ্চ শিক্ষায় সেশন জট লেগেই আছে।
২। পরীক্ষার প্রশ্ন, ফলাফলে, ভর্তিতে বিভিন্ন অসৎ লোকের, প্রভাবশাশালীদের প্রভাব লক্ষ কারা যায়।
নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পরীক্ষা নাই বলা হয়েছে।আবার বলা হচ্ছে প্রতিদিন অথবা একটা সেশন শেষ করে PI(performance Indicator) দিতে। এটা কোথায় দিতে হবে নৈপুণ্য আপে। সাথে BI(behavior Indicator) ও ইনপুট দিতে হবে। ২০২৩ এ ছিল শুধু মাত্র ক্লাস সেভেন ও সিক্স এ। এই দুই ক্লাস এর ফলাফল বাচ্চারা ২০২৪ এ পেয়েছে। ২০২৩ এ অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়ন হয়েছে। স্কুলে NCTB থেকে প্রশ্ন পেপার টাইপ (বাচ্চাদের গ্রুপ করে নির্দিষ্ট কাজ দেওয়া, সময়সহ) ছিল। অনেকে বিভিন্ন মিডিয়ায় দেখেছেন কি হয়েছিল। প্রশ্নফাঁস ছিল না কি ওপেন ছিল? কি বলবেন ওটাকে??? দয়া করে জানাবেন। আমাদের টিচাররা কতটা নৈতিক??? তাছাড়া কত মাধ্যম হয়ে স্কুলে আসে??? গাইড বই, কোচিং সেন্টার এরা তো আছেই। এছাড়া আছে স্বজনপ্রীতি, পরিচিত, প্রভাবশালী। পুরো PI,BI টিচারদের হাঁতে। আমার জানা মতে কারো যদি চারিত্রিক সনদ দেওয়া হয় কেউ কি লিখেছেন উনার ছেলে কি মেয়ে আচার ব্যাবহার ভালো নয়? আমরা আজ পর্যন্ত ভালো কে ভালো খারাপ কে খারাপ বলতে শিখিনি। PI সেতো দূরের কথা। বাচ্চাদের একটু শাসন, বকা, পড়া আদায় করলে হয় টিচার খারাপ, নয় টিচারের ডিমশন অথবা চাকরি থাকবে না। তাছাড়া কোনো প্রতিষ্ঠান কি চাইবে তার প্রতিষ্ঠান খারাপ করুক? না কি কোনো চিচার চাইবে তার সাবজেক্ট এ অন্য সাবজেক্ট থেকে পিছিয়ে পরুক? সব জায়গায় কম্পেয়ার। নৈতিকতা , সততা আরও কমে যাবে?
চলবে
©somewhere in net ltd.