নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বার্তা

লিখতে লাগে ভাল, তাই আমি লিখি।

শামীম ইসলাম

কিছু কথা আছে বলতে চাই।

শামীম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শীত বিষয়ক পোস্ট ও কিছু কথা

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

সবার শীত বিষয়ক পোস্ট দেখে, আমার এই কথাগুলো Share করতে খুব ইচ্ছা হল। তাই Share করলাম। কিছু চরম বাস্তবতার কথা।



গত বছর শীতের সময় আমার Admission এর জন্য সারাদেশই ঘোরা হয়েছিল। এ সময় সাধারণ মানুষের শীতের কষ্ট আমি দারুণভাবে বুঝতে পারি। তাই এবার শীত শুরুর আগে থেকেই তাদের জন্য কিছু করার চিন্তা করছিলাম। একদিন Varcity এর কিছু বড় ভাই বলল, তারা গরীব মানুষদের সাহয্যের জন্য varsity এর পক্ষ থেকে কাপড় বিতরণ করবে। শুনে খুব ভাল লাগল। যাদের কাপড় দিব তারা ঠিকমত দিবে কিনা এই চিন্তা আর থাকবে না। আবার নিজে কিছু একটা করার ভাল লাগা তো ছিলই। ভাইরা জানাল exam এর মধ্যে poster টাঙাবে। আমি অপেক্ষা করতে থাকি। বাসায় ও বলে রাখি। কিন্তু ভাইদের আর খবর নাই। হঠাত তাদের মধ্যের একজন কে সামনে পেয়ে জিজ্ঞাসা করতেই বলল খুব ব্যাস্ত। আর বাকিরা নাকি CV তে দেওয়ার জন্য থাকতে চাইছিল। কিন্তু কেউ কোন কিছু করতে চায় না। খুব কষ্ট পেলাম। তবু হাল ছাড়ি নি।



এবার নিজেরাই চেষ্টা করলাম। কিন্তু ততদিনে সময় সেস। Exam শেষ সবাই বাড়ি যাওয়ার চিন্তায় বিভোর। এবার হাল ছেড়ে দিলাম।



আজ এই ১০ ডিগ্রী তাপমাত্রয়ায় কম্বলের নিচে শুয়ে শুয়ে শীতার্ত মানুষ গুলোর কথা খুব মনে পড়ছে। এরপর আর কারো জন্য বসে থাকব না। যা করার নিজেরাই করব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

একুশে২১ বলেছেন: আশা করি আপনি সফল হোন। এরকম চিন্তাই করে ক জনে?

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

শামীম ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.