নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বার্তা

লিখতে লাগে ভাল, তাই আমি লিখি।

শামীম ইসলাম

কিছু কথা আছে বলতে চাই।

শামীম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

একজন মুক্তিযদ্ধা যখন শত্রুর সাজোয়া বাহিনির সামনে সাধারণ একটা অস্ত্র নিয়ে যুদ্ধ করতো, তখন তারা কি ভাবত জানার খুব ইচ্ছা ছিল। হয়তো তারা মনে মনে এরখম কোন কিছুই চিন্তা করতো।



মুক্তিযোদ্ধা



রক্ত ঝরছে এ শরীর জুড়ে, তবুও আছি জেগে

তোমার মুখে ফোটাব হাসি, এই পণ রাখতে।



মাগো,

তোমায় আজ করব আমি স্বাধীন

হায়েনার থাবা আর থাকবে না কোনদিন

আজ আমি শুধবো তোমার ঋণ।



রক্ত স্রোতে ঢেকে যাচ্ছে চোখ

ঝাপসা হয়ে আসছে সূর্যের আলোক

তবুও তো থামি নি আমি

ট্রিগার থেকে হাত সরাইনি।



মাগো,

তোমার মুখে হাসি ফুটিয়ে তবেই

আধার এ পথে পা বাড়াব

জীবনের শেষ পর্যন্ত লড়ে

তোমায় আমি স্বাধীন করব।



চোখ দুটো হয়ে গেছে বন্ধ

রক্ত ধারায় হয়ে গেছি অন্ধ

ট্রিগার থেকে হাত গেছে সরে

তোমায় আর পারছি না দেখতে প্রান ভরে।



মাগো,

তবুও তুমি পেয়ো না ভয়

তোমার অনেক ছেলে এখনো জেগে রয়

তোমায় মুক্ত করে তবেই

একসাথে ঘুমুবে সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.