| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুখের জন্য,
শান্তির জন্য, 
হৃদয়ের ওজন হাল্কা -
অনুভবের জন্য এবং
তারও স্থায়িত্তের জন্য ,
আরও সব যা শুধু 
পালিয়ে যায় ,
বেরিয়ে যায়,
মুঠো ধরা বালির মত,
জীবন থেকে 
ভুবন থেকে 
হারিয়ে যাওয়ার যা আজীবন ।
আমার চাই ,আমার চাই ,আমার চাই
ত্রিদিবেও সিংহাসন ।
২৪ মার্চ ২০২১
SH
 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:২১
সামরিন হক বলেছেন: ত্রিদিব অর্থ স্বর্গ ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৮:৫১
শেরজা তপন বলেছেন: ব্লগে কবিতা খুব একটা পড়া হয় না।
 মন্তব্যে আপনাকে উৎসাহিত করা উচিৎ- কিন্তু সেটা আর পারছি কই ![]()
 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:২৪
সামরিন হক বলেছেন: সত্যিই দুঃখিত অনুভব করছি । আপনার ভালো লাগুক এমন কবিতাই যেন লিখি সেই প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে ।
৩| 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: পংক্তিগুলোতে বক্তব্য ঠিকঠাক মত সম্পূর্ণ হয় নাই। অসম্পূর্ণ বাক্য।
৪| 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১২:৩০
সামরিন হক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫| 
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১০:৪৬
শেরজা তপন বলেছেন: কবিতা ভাল কি মন্দ আমি কিন্তু সে কথা বলিনি- কষ্ট পাবেন না। আমি আসলে পড়িনি- আমার মন্তব্যটা ধরতে পারেননি, সেটা আমার ব্যর্থতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:১২
কবিতা ক্থ্য বলেছেন: ভাবের কবিতা ভালো হয়েছে।
ত্রিদিব- অর্থ জানা নেই।