![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব উঁচু থেকে পরে যাচ্ছি খুব নিচুতে
আতঙ্কিত আমি,কিছু একটা বেড়িয়ে আসতে চাইছে বুকের কাছে।
খুব হঠাৎ করেই পরে যাচ্ছি,উপর থেকে নিচের দিকে
ভয়ে দেখছি অন্ধকার চারদিকে,ঘুটঘুটে।
পরে যাচ্ছি তো যাচ্ছি,কিছুক্ষণ ধরে
নিচের দিকে অজানা সব অপেক্ষায় আছে।
নিমিষে গ্রাস করবে আমায় পেলে।
সব শেষ হতে চলেছে,চলছি সে পথে।
হয়ত সমুদ্দুর বুকে পড়বো ঝুপ করে ,
কিছু লোনা পানি আসবে উপরের দিকে ছলকে,
তারপর গভীর থেকে গভীরে,
সমুদ্রের তল দেশে পড়বে গিয়ে আমার দেহ অবশিষ্টাংশ।
অজানা ভাবনারা ভাবায়!
সমুদ্র নাও হতে পারে
হতে পারে পাহাড় ,হতে পারে জঙ্গলে ,
হতে পারে ক্ষুধার্ত কোন হিংস মাংসাশী প্রানী মুখে,
হতে পারে কাঁটার মতো ধারালো কোন অবস্থান ,
আমার এই যাত্রা অবসর নিবে
কি প্রচন্ডভাবে!
বিধে যাবে শরীরের ভেতর দিয়ে ধাঁরালো মাটি
সমাপ্তি হতে পারতো সেখানেও কিন্তু
সম্ভাব্য আগুনের কুন্ডলীতে পড়ার কথাটাও মনে আসলো
আরো পড়লো মনে ,কুয়োর গভীরে মাটির আরো নিচের,
সেখানে চলছি বেগে, আরো নিচে হয়ত ঠাঁই মিলবে।
এসবের মাঝেও ভরসা হয়ে আসা ,আমার স্রষ্টা।
আমার জীবনের সবটুকুই তার।
এই গভীরে থেকেও আমি হেসে ফেলি ,আমি বেঁচে ফিরি।
আমার স্রষ্টার কাছেই আমার উপস্হিতি
আমি কোথাও হারাইনি কোথাও হারানো আমার সম্ভব নয়।
সা।হ।
১০/০৩/২০২৪
©somewhere in net ltd.