নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Allergy effected eyes

Shams

শামস্ বিশ্বাস

স্বপ্ন দেখি , কার্টুন আকিঁ আর বিশ্বাস করি আমার দেশের সব সম্ভবনা শেষ হয়ে যায়নি

শামস্ বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করলেই টাকা এদিক সেদিক নিরাপদে পাঠানো যাচ্ছে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫





দুর-দুরন্তে টাকা আদান-প্রদানের ব্যাপারটার সাথে আমার পরিচয় দুই দশক আগে, যখন আব্বু ঢাকায় বদলি হয়ে আসেন। বাড়ীর খরচের টাকা পাঠাতেন টিটি করে। একে তো টিটি আসতে ক'য়েক দিন লাগতো তার পরে ঘণ্টার পরে ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হত ব্যাঙ্কের কাউন্টারের সামনে। মানিঅর্ডার নিয়ে আমাদের ছোট্ট শহরে অভিযোগও তখন কম ছিল না। তখন থেকেই দুর-দুরন্তে টাকা লেনদেন আমার কাছে একটা কঠিন একটা কাজ। তাই সব সময় চেয়েছি এই ব্যাপারটা এড়ায়ে চলতে।

পড়াশোনাটা বাড়ীতে থেকে করতে পারলেও, চাকরিটা করতে পারলাম না। ঢাকার জনসংখ্যা একজন বাড়াতেই হল। এবার আর পাঠানোর বিষয়টা এড়াতে পারলাম না। কস্ট, টাইম আর সেফটি ম্যানেজমেন্ট করে টাকা বাড়ীতে পাঠাতে গিয়ে কি না ট্রাই করলাম? এর ওর হাতে টাকা পাঠানো, কুরিয়ার সার্ভিস, ব্যাংকিং। তিন বছর এটা ওটা ব্যবহার করে গত বছর থেকে ব্যবহার করছি 'বিকাশ'। এক কথায় বিকাশের চেয়ে বেটার কিছু এখনও পাইনি। এখন ঢাকা থেকে রাজশাহীতে মুদির দোকানের বিল শোধ, ছোট ভাইয়ের পকেট মানির ঘাটতি পূরণ করতে পরি যে কোন সময়।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

পথহারা নাবিক বলেছেন: এইটা কি বিজ্ঞাপন নাকি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.