![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে শেয়ার বাজার প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু হয় ১৯৫২ সালের প্রথম দিকে যখন কোলকাতা স্টক এক্সচেঞ্জে পাকিস্তানের সকল শেয়ার এবং সিকিউরিটিজ লেনদেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তৎকালীন প্রাদেশিক শিল্প উপদেষ্টা পরিষদের তত্বাবধায়নে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) স্টক মার্কেট প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করে। ১৯৫৩ সালের ১৩ই মার্চ শেয়ার মার্কেট বিষয়ক এই কমিটির দ্বিতীয় মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই মিটিং ওই সময়কার পূর্ব পাকিস্তানের বানিজ্য সচিব মিঃ এ খালিলির নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
যদিও এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার করাচী স্টক এক্সচেঞ্জের শাখা ঢাকায় খোলার মাধ্যমে কার্যক্রম শুরুর জন্য প্রস্তাব করেছিলেন। কিন্তু কমিটি এই বিষয়টি বিবেচনা করার মত কারন খুজে পায়নি এবং বাতিল করে দেয়। সবশেষে সিদ্ধান্ত হয়, পূর্ব পাকিস্তানে একটি স্বাধীন ও নিজস্ব স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হবে।
কমিটি আরও সিদ্ধন্ত নেয় যে, ঢাকা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সদস্যদের RS ২,০০০ করে সদস্যপদ ক্রয় করার জন্য বলা হবে যাতে এ অর্থ দিয়ে স্টক এক্সচেঞ্জ স্থাপন করা যায়। ঢাকা, নারায়ণগঞ্জ অথবা চিটাগাং কে লোকেশন হিসেবে ধরা হয়। মিঃ মির্জা স্পাহানির নেতৃত্বে প্রাদেশিক ( পূর্ব পাকিস্তান) ক্ষমতাবান শিল্প ও ব্যবসায়ি নেতাদের নিয়ে একটি সাংগঠনিক কমিটি করা হয় যাতে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ ভাল ভাবে সম্পন্ন করা যায়।
আগের সদস্যপদ ক্রয়ের প্রস্তাব অনুযায়ী চেম্বার তার সদস্যদের বিষয়টি জানায় । ৭ জুলাই ১৯৫৩ সালের এ মিটিং এ ১০০জন সদস্য স্টক এক্সচেঞ্জ শুরুর ব্যাপারে রাজি হয়। এ মিটিংয়ে মিঃ মির্জা স্পাহানিকে আহব্বায়ক করে ৮ জনের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির কাজ ছিল মেমরেন্ডাম , আর্টিকেল, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করা যা ১৯১৩ সালের কোম্পানি আইন অনুযায়ী করা হয়েছিল।
২৮ এপ্রিল ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন লিমিটেড শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়।১৯৫৬ সালে নারায়ণগঞ্জে বাংলাদেশে প্রথম শেয়ার ট্রেডিং শুরু হয়। ১৯৫৮ সালে স্টক এক্সচেঞ্জ ঢাকার মতিজিলে নারায়ণগঞ্জ চেম্বার বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। ১৯৫৯ সালে বর্তমান 9F Motijheel C/A ঢাকা স্টক এক্সচেঞ্জের নিজস্ব ভবনে সকল কার্যক্রম স্থানান্তর করা হয়।
১৯৬২ সালের ২৩ জুন পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তার করা হয় এবং নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড রাখা হয়। ১৯৬৪ সালের ১৫ মে পুর্নরায় নাম পরিবর্তন করে "ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড" করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের কারনে শেয়ার ট্রেডিং ৫ বছর বন্ধ ছিল যা ১৯৭৬ সালে আবার পুনরায় শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে অটোমেটেড ট্রেডিং সূচনা করা হয় ১০ আগস্ট ১৯৯৮ সাল এবং শুরু করা হয় ১ জানুয়ারি ২০০১ সাল।
বর্তমান সদস্য সংখ্যা : ২৩৮ টি
লিস্টেড কোম্পানি : বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংক, বিমা, বন্ড সহ ২২ টি ইন্ডাট্রির ৫০৩ টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্য ২২১ টি টেজারি বন্ড রয়েছে।
মার্কেট ক্যাপিট্যালঃ
২০০৯ সাল ১ জানুয়ারি :১,০৪৬,৭৮৪.৫১৭ মিলিয়ন টাকা। জেনারেল ইনডেক্স : ২৮০৭.৬১ পয়েন্ট।
২০১০ সাল ৫ ডিসেম্বর : ৩,৬৮০,৭১৪.১৯৬ মিলিয়ন টাকা। জেনারেল ইনডেক্স : ৮৯১৮.৫১ পয়েন্ট ।
২০১২ সাল ৮ মার্চ : ২,২৯৬,৬৯৮.৭৪২ মিলিয়ন টাকা।
জেনারেল ইনডেক্স : ৪৩৪৫.০১২
১০ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৯
বীলজেবাব বলেছেন: ভাল লাগল।
১০ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২৬
অথৈ সাগর বলেছেন:
আমায় ফতুর করল।
১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২৩
শামছুল আরেফিন বলেছেন: নরমাল একাউন্ট হলে শেয়ার ধরে রাখেন।
মার্জিন একাউন্ট হলে লস কোন দিন কাভার হবেনা।
৪| ১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
অক্টোপাস পল বলেছেন: +++
১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২৪
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:০৫
ফারজুল আরেফিন বলেছেন: তথ্য বহুল পোস্ট। কখনো কাজে লাগতে পারে। ধন্যবাদ।
++++
১০ ই মার্চ, ২০১২ রাত ৮:২৫
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:১৬
নাসিব ইমরোজ নূর বলেছেন: http://www.getcents89.blogspot.com
All discussions are basically for those who are interested to enter into share market and also for the running share investor. Some information about the basics of stock market. Update news of the share market. Hoping best for the share investor. Many investors don’t know how to start in the share market. All topics made for providing information to them.
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:৩০
শামছুল আরেফিন বলেছেন: শেয়ার কারার জন্য ধন্যবাদ।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
লিখেছেন বলেছেন: Very informative post
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৩
রাইসুল জুহালা বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্ট। ভাল লাগল।