নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

খেয়ালের বশে কোন পথে চলেছো পথিক...

শামছুল ইসলাম

পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......

শামছুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঈগল মানব

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

কিছু কিছু দৃশ্য আছে,

বারে বারে দেখতে ইচ্ছা করে,

তবুও সাধ মেটে না ।



চোখের আড়ালে গেলেও,

ফিরে ফিরে আসে সেই এডিলেইড –

এন্ডারসনের উইকেট ভেঙ্গে বল ছুটছে,

ছুটছে ঈগল মানব রুবেল,

দু’হাত ছড়িয়ে,

মাটি ছেড়ে উড়ে যেতে চাইছে,

ব-দ্বীপের ১৬ কোটির দেশে !!!!



ছবি হয়ে ফ্রেমে বন্দী বীর তুমি,

দেখে বিশ্ব অবাক বিস্ময়ে,

দেখতে কি পায় –

১৬ কোটি হৃদয়ের ফ্রেমে বাধা ছবি !!!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

খায়রুল আহসান বলেছেন: "ছবি হয়ে ফ্রেমে বন্দী বীর তুমি,
দেখে বিশ্ব অবাক বিস্ময়ে" - আপনিও দৃশ্যটাকে কবিতার ফ্রেমে বন্দী করে রাখলেন। ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই উদ্ধৃতির জন্য।
সুন্দর মন্তব্যের জন্যও ধন্যবাদ।

আমার এই দীনহীন ব্লগ, আপনার পদচারণায় ধন্য।

ভাল থাকুন। সবসময়।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: বার দেখা হবে, নিশ্চয়। ভালো থাকুন!

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

শামছুল ইসলাম বলেছেন: আশা করি।
ভাল থাকুন। সবসময়।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর চিত্রায়ন

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন। সবসময়।

৪| ২১ শে মে, ২০১৬ ভোর ৬:৫৪

ছায়া-মানুষ বলেছেন: আসলেই সুন্দর হয়েছে এই কবিতাটা।....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.