নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কথা বলিতে অঙ্গ মোর দায়......

আমি ভালবাসতে পারি পৃথিবীর যেকোনো নারীকে। আমি ঘৃণাও করতে পারি পৃথিবীর যেকোনো নারীকে। আর সেই ভালোবাসা আর ঘৃণার মিশ্রণ ঘটিয়ে সেইখানে একটা নিষ্পাপ কবিতার জন্ম দিতে পারি!! তাইতো আমি কবি!!

শাওন সারথি০০৭

যে কথা বলিব না তবু কেন????

শাওন সারথি০০৭ › বিস্তারিত পোস্টঃ

অঘ্রানের রাতে

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭



অঘ্রান এসে গেছে।

আমার হৃদয়ের শুষ্ক বালুচর,

অস্বচ্ছ কুয়াশার চাঁদরে

হেটে চলেছি অনাদিকালের পথে

এই রাত্রির ভেতর দিয়ে।

যখন অজস্র তারা চোখ মেলে দেখে।

একা যে চাঁদ দেয়েছিল আলো

এই গভীর অন্ধকারের মধ্যে

জেগে উঠে প্রানের স্পন্দন!

তখন কবিতার কথায় কথা হয়,

হৃদয়ের গায়ে স্পর্শ করে

অনাহুত আঙুল।

তখন কোন কিশোরীর উচ্ছ্বাসে, কিংবা

হেমন্তের নির্জন গন্ধের সাথে

জেগে উঠে একা একা।

বটের শিকড়ের ভেতর এঁকে দিয়েছি

সেই ফুলের নির্যাস।

যে ফুলের ভেতর থেকে জেগে উঠে

কোন কিশোরীর ছন্দ।

অন্ধকারে হেমন্তের ধানে, যে

ছড়িয়ে দিয়েছিল সাদা ফেনা!



...........................শাওন সারথি২.৯৬৫’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.