![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কথা বলিব না তবু কেন????
প্রিয় সময়-১২/০২/২০০৫ইং
শ্রীযুক্তা অহনা চক্রবর্তী। ১২.৪৬ রাত্রি
আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। অনেকদিন হইল তোমার কাছে পত্র লিখিব লিখিব করিয়া আর লেখাই হইয়া উঠে না। নানাবিধ আর্থ সামাজিক কাজের এতই ব্যস্ততা যারপরনাই যে দুদণ্ড শান্তিতে বসিয়া টেবিল চাপড়াইয়া দুচার কলম লিখিব তার আর কোন সাধ্য হইয়া উঠে না। এমনিতেই আপিসে অনেক কাজ তারপরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যেটা পার করে আসি। হরিবলের দোকানে হুক্কাটায় একটা সুখটান না দিলে যে আমার রাতের খাবার হজম হয় না তাতো তোমার জানাই আছে। সন্ধ্যেটা পার করবার অবশ্য আর একটা লাভ আছে আর তা হল অন্তত প্রদীপের খরচ টুকু বাঁচে। গতকাল বাড়ির বাড়ির পাশের কদম গাছটায় কদম ফুটেছে। কি আশ্চর্য! ওর ফোঁটার কথা বরষায় আর ও কিনা ফুটল গ্রীষ্মে। মাঝে মাঝে ভাবি প্রকৃতিও মাঝে মাঝে আর নিয়ম মেনে চলতে চায় না। সেদিন আমার রুমের পলেস্তার খুলে প্রায় হাড্ডিসাড় অবস্থা! সপ্তাহ খানিক না খাইলে বুকের পাঁজর যেমন গুনা যায় প্রত্যেকটা ইট মনে হয় তেমনি গুনা যায়। হে হে অবশ্য ডান পাশের দেয়ালটায় মোট ৫৩৩টা ইট আমি গুনিয়াও নিয়াছি। গতকাল রাত্রে চাঁদ খুব কাছে এসেছিল। এর আগে এমনটি নাকি খুব কমই ঘটেছিল! তখন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিল। মনে আছে আমাদের বিয়ের রাত্রে চাঁদ দেখব বলে আমরা দুজনায় কতটা পথ অতিক্রম করেছিলাম অন্ধকারে? তারপর খুব সকালে দুজনায় মুগ্ধাবেশে স্নান করে শুদ্ধ হয়েছিলাম। সেই রাত্রে আমার এতটুকুও ভয় জাগেনি। কিন্তু গতকাল প্রচণ্ড ভয়ে ছিলাম। অনেক দিন হইয়া গেল একা একাই চাঁদ দেখবার বায়না করি তবু অন্ধকারে হাঁটবার সাহস হয় না। ভয় জাগে। এই ভয় কি মৃত্যু নাকি অন্য কিছু? জানি না। চাঁদের আলো কিন্তু ক্রমশই বাড়তে থাকে। ভালো থেকো আর ভালো থাকিবার প্রেরণা পত্র মারফৎ অতি সত্ত্বর জানাইও।
ইতি
সারথি
©somewhere in net ltd.