নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভাল থাকুন। :-)

আমিনুল_ইসলাম_শাওন

নিজের ভাল লাগা থেকে লিখতে পছন্দ করি। আপনার ভাল লাগবে_এই উদেশ্যে লিখি না।

আমিনুল_ইসলাম_শাওন › বিস্তারিত পোস্টঃ

"ভাল মানুষ হবেন। মানুষ হবেন না প্লিজ"

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৪

আমাদের সমাজে সবচেয়ে প্রয়োজনীয় কোন কিছুর দরকার হলে তা হবে ভাল মানুষ হওয়া। মানুষ হওয়ার কথা বলছি না, ভাল মানুষ হওয়ার কথা বলছি। মানুষ সবাই হয় কিন্তু ভাল মানুষ হতে পারে কয় জন বৈকি???
সমাজে এমন কিছু ব্যক্তি থাকে যাদের কাজই মানুষকে ডিমোটিভ করা। একটু ভুল হলেই তাদের উপস্থিতির মাত্রাটা লক্ষ্য করার মত?? এটা এই ভাবে করলি ক্যান? এটা না করলে ও পারতি? এতো সহজ কাজ পারলি না?? ব্লা ব্লা
জানেন, যাকে উদেশ্য করে বলা হচ্ছে তাকে তার পরবর্তী কাজ শেষ করার জন্য যতটুক কনফিডেন্স থাকে তা কমিয়ে দেয় কেবল এই কথা গুলো। আচ্ছা ভুল করার পর যদি আপনি বলতেন, ব্যাপার না, এখন হয় নাই তো কি হইছে? পরবর্তী অবশ্যই হবে, (এরকম কিছু) তো আপনার কি এমন ক্ষতি হবে এতে???
হ্যাঁ ভাই আপনার কিছুই হবে না। তবে যাকে কথা গুলো বলছেন, সে তার কনফিডেন্স লেভেল টা ধরে রাখতে পারবে। এমনকি ব্যার্থতার কূপ থেকে কাম ব্যাক করার অপ্রাণ চেষ্টা করবে।
কারো নিন্দা করা খুবই সস্তা কাজ, এই সস্তা কাজ করেই নিজেকে অনেকেই অনেক মহৎ ভাবেন। সস্তার মধ্যে দিয়ে নয়, পারলে ভাল কিছু করো, না পারলে বসে যাও।
বাস্তবিক পক্ষ্যেই সমাজে ভাল মানুষ হওয়া এবং তাদের খুঁজে পাওয়া কঠিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫

তৌফিক মাসুদ বলেছেন: হেডিংটাই যথেষ্ট। দারুন বলেছেন।

২| ২০ শে জুন, ২০১৫ সকাল ১১:২৮

তৌফিক মাসুদ বলেছেন: হেডিংটাই যথেষ্ট। দারুন বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.