নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভাল থাকুন। :-)

আমিনুল_ইসলাম_শাওন

নিজের ভাল লাগা থেকে লিখতে পছন্দ করি। আপনার ভাল লাগবে_এই উদেশ্যে লিখি না।

আমিনুল_ইসলাম_শাওন › বিস্তারিত পোস্টঃ

কি বলবেন একে????

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩

Airport থেকে মিরপুর যাচ্ছিলাম, বৃষ্টির কারনে CNG তেই উঠতে হল। ভাড়া নির্ধারণ করার সময় থেকে কথা শুরু হল ড্রাইভারের সাথে। ওনার কথাগুলো কতটা সঠিক ছিল তা জানি না তবে শেয়ার না করে থাকতে পারছি না।

জীবন যুদ্ধে উনি প্রায় রেসে হেরে শেষ লাইনে দাঁড়ানো ব্যর্থ ঘোড়ার মতই দাঁড়ি আছে। একটার পর একটা ভুল স্বিকার করে যাচ্ছে উনি।

বাবা বিদেশে থাকত। ইচ্ছা মত টাকা উড়াতো, স্কুল ফাঁকি, প্রাইভেট না পড়া ইত্যাদি ইত্যাদি ছিল নিত্যদিনের কাজ। কোন এক সময় জড়িয়ে পরে দেশের নোংরা রাজনীতিতে। নোংরা রাজনীতি বলতেও ওনার খারাপ লাগছিল না, লাগার কথাও নয়। কারন দেশের এই নোংরা রাজনীতিই জীবনটাকে ব্যর্থের দারপ্রন্তে পৌছে দেবার সবচেয়ে বড় ভাগিদার।
হ্যাঁ, আজকে রাজনীতি আর কু-খ্যাত কিংবা বি-খ্যাত রাজনীতিবিদের নাম শুনলেই মুখে প্রবল বৃষ্টির বেগের মত গালির বর্ষণ শুরু করে। বিনা কারনে দেড় বছর জেল খাঠার কোন সূরুহা খুঁজে না পাওয়া ব্যক্তিটির কাছে এটা এমন কিছু দোষের নয়। উনি জানেই না কি কারনে টানা দেড় বছর পর্যন্ত জেলে ছিল। এমনকি তার ফ্যামিলির কোন সদস্য জানতেন না, উনি কোথায় ছিল।

একটা মানুষকে পাপের দিকে ধাবিত করার জন্যে জীবন থেকে চলে যাওয়া দেড় বছরই কি যথেষ্ট নয়??

তারপর সবচেয়ে খারাপ লাগল দেশের স্যুট টাই কিংবা আর্মির মত মানুষদের কে গালি দেবার কথা শুনে। আমি জানি, স্যুয় টাই পরিহিত ভদ্রের ভংঙ্কর মুখোষ পড়া অসংখ্য ব্যক্তির উপস্থিতি আমাদের দেশে দেখার মত। কিন্তু উনিতো কাউকেই বাদ দিচ্ছেন না, সবাইকেই গুনছেন। এমনি আর্মিরদের এতটা পরিমানে ঘৃণা করে, যে আর্মিতে চাকরি পাবার পরই সাথে সাথে চাকরি ছেড়ে দেন। বার বার করে পিল খানায় নিহত হওয়া বড় বড় অফিসারের কু-কাজ গুলো বলতে থাকে। কেমন ছিল পরিচিত আর্মি অফিসারদের কাজ?? কি করত এরা?? পর মুহূর্তে বৃষ্টির দরুন ড্রেন থেকে উঠতে থাকা নোংরা পানির দিকে উদেশ্য করে বলে, এই পানি এত বাজে হবার জন্যে মৃত আর্মিরাই দায়ী। এই পানিতেই ওদের মৃতদেহ পচে আছে। ওদের গন্ধেই আজকে পানির এরকম অবস্থা।

এর পরেই উঠে আসে পুলিশের কর্মকাণ্ড। রাস্তায় পুলিশ দেখা মাত্রই গালি, ওসি থেকে শুরু করে কাউকে বাদ দেয় নি। উনি এক এক দিন কত বার যে পুলিশকে টাকা দিয়েছেন তা মাঝে মধ্যে ভুলেই যেত। তাই পুলিশের প্রতি শ্রদ্ধা বোদ অনেক আগেই চলে গেছে।
আসলে ওনার খারাপ পথে যাবার জন্যে উনি নিজেকেই বেশি দায়ি করেছিল। তবে সমাজের ও কি কম ছিল??????

আমি শুধু ভাবছিলাম, একটা মানুষ কত পরিমান কষ্ট পেলে এরকম কথা বলতে পারে। ওনার প্রতিটা কথাকেই আমি যোক্তিক হিসেবে পেয়েছি। কি কারনে এত পরিমানে রেগে আছে তা জানি না, তবে আমার দৃষ্টিকোন থেকেও অনেকটা সঠিক। কিন্তু একটা কথায় অমিল আছে। তা হচ্ছে উনি সবাইকেই দায়ী করছেন, সবাইকেই এক হিসেবে দেখেছে যা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

লিংকন১১৫ বলেছেন: হুম .।.।.।.। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.